FIFA World Cup 2022: “কাতারে আসুন, কাটা ঘায়ে নুনের ছিটে দেব!”
দূর-দূরান্ত থেকে বহু মানুষ কাতারে পাড়ি দেওয়া শুরু করেছেন। এই বিশাল দর্শকদের ভিড় কীভাবে সামলাবে কাতারের মতো ছোট দেশ ?
হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং দোহা আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যস্ততা বেড়ে গিয়েছে কয়েকগুণ। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কাতারে আসছে শয়ে শয়ে মানুষ। সিঙ্গাপুর চাঙ্গি বিমানবন্দর থেকে স্কাইট্র্যাক্সের সেরা বিমানবন্দরের পুরস্কার জিতে নিয়েছে কাতার। এছাড়া বিমানবন্দরে যে সুসজ্জিত বাগানটি তৈরি হয়েছে, তা যাত্রীদের দৃষ্টি আকর্ষণ করছে।
কাতার বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। দূর-দূরান্ত থেকে বহু মানুষ কাতারে পাড়ি দেওয়া শুরু করেছেন। এই বিশাল দর্শকদের ভিড় কীভাবে সামলাবে কাতারের মতো ছোট দেশ ? প্রশ্নের উত্তরে কাতার এয়ারওয়েজের সিইও-র বিস্ফোরক মন্তব্য। সমালোচকদের একহাত নিয়ে সিইও আল বেকার বলেছেন, “দেশের প্রতিপক্ষের কাটা ঘায়ে নুনের ছিটে দিতে আমরা তৈরি।” হঠাৎ কেন এই মন্তব্য?