Ranaghat Dengue Update: রানাঘাটে ভয়াল ডেঙ্গি
Dengue Update: ডেঙ্গির ভয়াবহতা নিয়ে রানাঘাট পৌরসভার দিকে আঙুল তুলছে রানাঘাট পৌরসভার বিরোধী বিজেপি কাউন্সিলর
রানাঘাট সহ পার্শ্ববর্তী অঞ্চলে ভয়াবহ আকার নিয়েছে ডেঙ্গি। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে নদিয়ার রানাঘাট মহকুমা হাসপাতালে রোগী ভর্তির জায়গা পর্যন্ত নেই। যে সমস্ত রোগী হাসপাতালে চিকিৎসা করাতে আসছেন তাদের নব্বই শতাংশই জ্বরের রোগী অথবা ডেঙ্গি আক্রান্ত। একই বেডে থাকতে হচ্ছে দু থেকে তিনজনকে, থাকতে হচ্ছে হাসপাতালের করিডরে অথবা মেঝেতেও। অনেক ক্ষেত্রে রোগীদের ফিরিয়ে দেওয়ার ঘটনা ঘটছে রানাঘাট মহাকুমা হাসপাতালে। এমনটাই দাবি রোগী পরিবারগুলির।
বর্তমান রানাঘাটের এই ডেঙ্গির ভয়াবহতা নিয়ে রানাঘাট পৌরসভার দিকে আঙ্গুর তুলছে রানাঘাট পৌরসভার বিরোধী বিজেপি কাউন্সিলর কামনাসিস চ্যাটার্জি।তার দাবি, প্রথম থেকেই ডিঙ্গি প্রতিরোধে একাধিকবার রানাঘাট পৌরসভায় চিঠি করেছিলেন, কিন্তু পৌরসভা কোন গুরুত্ব দেয়নি। আগে থেকে যদি ডেঙ্গি প্রতিরোধের ব্যবস্থা নিত পৌরসভা তাহলে আজকে এত ডিঙ্গি আক্রান্তের সংখ্যাটা বাড়তো না। যদিও বিরোধী কাউন্সিলের তোলা অভিযোগের সত্যতা স্বীকার করে রানাঘাট পৌরসভার পুরো প্রধান কৌশল দেব বন্দ্যোপাধ্যায় বলেন, এটা ঠিক ডিঙি আক্রান্তের সংখ্যা বেড়েছে, কিন্তু তার অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, প্রথম থেকেই ডিঙ্গি প্রতিরোধের সমস্ত ব্যবস্থা নিয়েছে পৌরসভা, প্রত্যেকের বাড়িতে বাড়িতে করা হচ্ছে সার্ভে, এছাড়াও ড্রেন থেকে শুরু করে জলাশয় জায়গা গুলিতে দেওয়া হয়েছে কীটনাশক তেল। কলকাতা থেকে স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধিরা এসে করছেন পর্যবেক্ষণ। তবে ডিঙ্গি সংক্রান্ত বিষয়ে জেলা স্বাস্থ্য দপ্তরের সাথে যোগাযোগ করলে কোন প্রতিক্রিয়া মেলেনি।।।।