IPL 2023: লখনউ সুপার জায়ান্টসের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন রবি বিষ্ণোই

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Mar 30, 2023 | 4:42 PM

লখনউ সুপার জায়ান্টসের পডকাস্টে রবি বিষ্ণোই শোনান সেই সময়ের অভিজ্ঞতা। রবি বিষ্ণোইয়ের বাবা স্কুলশিক্ষক। পড়াশোনার চেয়ে ক্রিকেটকে প্রাধান্য় দেওয়া রবির পক্ষে খুবই কঠিন ছিল

অভিষেক আইপিএলে নজর কেড়েছিল লখনউ সুপার জায়ান্টস। এবার তাদের সাফল্য়ের লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন লেগ স্পিনার রবি বিষ্ণোই। রবি বিষ্ণোই প্রথম নজর কেড়েছিলেন ২০২০র অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে। পারফরম্য়ান্সের চেয়েও ফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে স্লেজিংয়ে হইচই পড়েছিল। দু-দলের ক্রিকেটারদের মধ্য়ে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। ফাইনালে বাংলাদেশের কাছে হারে ভারত। এখন লখনউ সুপার জায়ান্টসের লেগ স্পিনার রবি বিষ্ণোই । লখনউ সুপার জায়ান্টসের পডকাস্টে রবি বিষ্ণোই শোনান সেই সময়ের অভিজ্ঞতা। রবি বিষ্ণোইয়ের বাবা স্কুলশিক্ষক। পড়াশোনার চেয়ে ক্রিকেটকে প্রাধান্য় দেওয়া রবির পক্ষে খুবই কঠিন ছিল। ২২ বছরের এই ক্রিকেটার ক্রিকেট অ্যাকাডেমিতে ভর্তি হন ১০ বছর বয়সে।
৫ বছর পর ক্রিকেটকে প্রাধান্য় দিয়ে পড়শোনা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন । ক্রিকেটের জন্য় সময় বের করতে সমস্য়া হচ্ছিল। কিন্তু পরিবারকে এই বিষয়টা বোঝানো খুবই কঠিন ছিল। ভারতের এই লেগস্পিনারের কেরিয়ারে টার্নিং পয়েন্ট ২০২০ সালের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ। টুর্নামেন্টের সর্বাধিক উইকেট শিকারি ছিলেন রবি। বাংলাদেশি ব্য়াটারদের সঙ্গে উত্তপ্ত বাক্য় বিনিময়ও হয় রবির। তবে সেই ফাইনালের পর আর কোনও দিন স্লেজিং করেননি রবি ।