IPL: কোন কোন আইপিএল তারকারা হারিয়ে গেছেন?
আইপিএলে খেলা ৫ ক্রিকেটার, যারা রাতারাতি খ্যাতির শিখরে পৌঁছে অচিরে হারিয়ে গিয়েছিলেন। ২০১৬-র আইপিএলে গুজরাট লায়ন্সে খেলেছিলেন শিবিল কৌশিক। তাঁর বোলিং অ্যাকশন ছিল দক্ষিণ আফ্রিকার স্পিনার পল অ্যাডামসের মতো। এই কারণে তাঁকে নিয়ে বেশ আলোচনা হত।
আইপিএলে খেলা ৫ ক্রিকেটার, যারা রাতারাতি খ্যাতির শিখরে পৌঁছে অচিরে হারিয়ে গিয়েছিলেন। ২০১৬-র আইপিএলে গুজরাট লায়ন্সে খেলেছিলেন শিবিল কৌশিক। তাঁর বোলিং অ্যাকশন ছিল দক্ষিণ আফ্রিকার স্পিনার পল অ্যাডামসের মতো। এই কারণে তাঁকে নিয়ে বেশ আলোচনা হত। তিনি ২০১৬ এবং ২০১৭ মরসুমে গুজরাটের হয়ে ১০টি ম্যাচ খেলেছিলেন। নিয়েছিলেন ৬টি উইকেট। ২০১৬ য় পঞ্জাবের বিরুদ্ধে তিনি ম্যাক্সওয়েল, মুরলী বিজয় এবং শন মার্শের উইকেট নিয়েছিলেন। ২০১৭-র আইপিএলের পরে, তিনি আর কোনও ঘরোয়া ম্যাচও খেলেননি । প্রথম আইপিএলে রাজস্থানকে চ্যাম্পিয়ন করার পেছনে বড় অবদান ছিল গোয়ার স্বপ্নিল আসনোদকর। ওপেনিংয়ে তিনি সে বার বেশ নজর কেড়েছিলেন। ডেবিউ ম্যাচে মাত্র ২৯ বলে ৬০ রানের এক দুর্দান্ত ইনিংস খেলেন। ২০০৮ আইপিএলে ২১টি ম্যাচে ৪৬৪ রান করেছিলেন স্বপ্নিল। স্ট্রাইক রেট ছিল ১২২.৪২। আইপিএলের প্রথম মরসুমে স্বপ্নিলের ঝুলিতে ছিল ৫৯টি চার এবং ১১টি ছক্কা। আইপিএলের পরবর্তী মরসুমগুলিতে তাঁর পারফরম্যান্স খারাপ হতে থাকে। ২০১১ এ রাজস্থানের হয়ে শেষ ম্যাচ খেলেন তিনি। ২০১৮ সালে অবসর নেওয়ার পর, তিনি ২০১৯ সালে গোয়া অনূর্ধ্ব-২৩ দলের কোচ হন । আইপিএলে ঝড়ের গতিতে লাইমলাইটে এসেছিলেন পল ভ্যালথাটি। ২০১১ সালে পঞ্জাব কিংসের হয়ে তাঁর আইপিএল ডেবিউ হয়। পঞ্জাব কিংসের হয়ে ২০১১ সালে চেন্নাইয়ের বিরুদ্ধে তিনি ৬২ বলে ১২০ রান করেন । এটি এখনও লিগে একজন আনক্যাপড ভারতীয় ব্যাটসম্যানের সবচেয়ে বড় ইনিংস। এরপরও অনেক নজরকাড়া ইনিংস খেলেন ভ্যালথাটি। বল হাতেও পেয়েছিলেন সাফল্য। এক সময় মনে হত, পলকে ভারতের জার্সিতে দেখা যাবে। কিন্তু অচিরেই তাঁর পারফরম্যান্স খারাপ হতে থাকে। ২০১৮ সালের মার্চে, ছয়টি ফ্র্যাঞ্চাইজিভিত্তিক মুম্বই টি-টোয়েন্টি লিগে পলকে মুম্বই সাউথ সেন্ট্রাল ৫০ হাজার টাকায় কেনে । এখন তিনি এয়ার ইন্ডিয়াতে কাজ করেন এবং তাদের দলের হয়ে খেলেন । উত্তরপ্রদেশের এক প্রত্যন্ত গ্রামের ছেলে কামরান খানকে ১২ লক্ষ টাকা দিয়ে ২০০৯ সালে নেয় রাজস্থান রয়্যালস। অজি কিংবদন্তি শেন ওয়ার্ন সেই সময় রাজস্থানে ছিলেন। তিনি কামরানকে বেশ পছন্দ করতেন। ওয়ার্ন প্রায়ই তাঁকে ‘ওয়াইল্ড থিং’ বলে ডাকতেন। তিনি একটানা ১৪০ কিমি প্রতি ঘন্টা বেগে বল করতে পারতেন। তাঁর সবচেয়ে শক্তিশালী অস্ত্র ছিল রিভার্স সুইং, যা ব্যাটারদের চাপে ফেলত। কেকেআরের বিরুদ্ধে আইপিএলের এক ম্যাচে সুপার ওভারে কামরানের হাতে বল তুলে দেন ওয়ার্ন। তাঁর বোলিংএ রাজস্থান সেই ম্যাচে জেতে । এক মরসুমে নজর কাড়ার পর সেই ফর্ম পরের মরসুমে ধরে রাখতে পারেননি কামরান। অচিরেই তিনি হারিয়ে যান। পারবিন্দর আওয়ানা কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে ২০১২-১৫র মধ্যে ৩৩টি আইপিএল ম্যাচ খেলেন। আইপিএল ভালো পারফর্ম করায় তিনি ২০১২ সালে ভারতের হয়ে খেলার সুযোগ পান । ইংল্যান্ডের বিরুদ্ধে দু’টি টি-টোয়েন্টি ম্যাচে খেলেও কোনও উইকেট পাননি তিনি। পরবিন্দর আওয়ানা ২০১৮ সালের জুলাইয়ে মাত্র ৩২ বছর বয়সে ক্রিকেট থেকে অবসর নেন। তারপর তিনি কোচিংয়ের সঙ্গে যুক্ত হন।