RBI on 2000 Rupee Note: বড় বাজারে বড় সমস্যা দু’ হাজারি নোট

TV9 Bangla Digital | Edited By: সুপ্রিয় ঘোষ

May 21, 2023 | 3:16 PM

বড় বাজারে বড় সমস্যা দু' হাজারি নোট। টানারিকশা ঠেলাগাড়ি বিভিন্ন ধরনের ব্যবসায়িক পসরার দোকান । খুচরো পাইকারি । অধিকাংশটাই হচ্ছে ক্যাশ টাকার বিনিময়ে ।টাকার অংকটা খুব একটা কম নয় । ফলে দু হাজার টাকা বড়বাজারে জল ভাতের সমান। বিভিন্ন ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত মানুষের প্রতিক্রিয়া জানার চেষ্টা করলাম আমরা।

বড় বাজারে বড় সমস্যা দু’ হাজারি নোট। টানারিকশা ঠেলাগাড়ি বিভিন্ন ধরনের ব্যবসায়িক পসরার দোকান । খুচরো পাইকারি । অধিকাংশটাই হচ্ছে ক্যাশ টাকার বিনিময়ে ।টাকার অংকটা খুব একটা কম নয় । ফলে দু হাজার টাকা বড়বাজারে জল ভাতের সমান। বিভিন্ন ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত মানুষের প্রতিক্রিয়া জানার চেষ্টা করলাম আমরা।

বড়বাজারে হোলিতে গলিতে ঘুরতে ঘুরতে দেখা গেল পোশাক আশাকের দাম হাজার থেকে দু হাজারের মধ্যে অনেক জায়গাতেই। ফলে তুইতারা যদি ২০০০ টাকার একটি নোট দিয়ে বলেন এটা রাখুন আর একটা পোশাক নেব তাহলে কি না করা জায়গা থাকে? থাকছে না এটাই বাস্তব জানা জানাচ্ছেন ব্যবসায়ীরা। চেক দিয়ে ব্যবসা হয় না বড় একটা। ভরসা ক্যাশ টাকা। গোল বাঁধছে সেখানেই। শুধু বড় ব্যবসায়ী না ছোটখাটো ব্যবসায়ী যারা আছেন । খাবার দাবারের দোকান। ফুটপাতের জামাকাপড় কিংবা গয়নাগাটি। এদের কাছে আবার ভাবনার বিষয় খুচরো টাকা।