Rekha-Amitabh Gossip: অমিতাভকে নিয়ে সোজাসাপটা রেখা
রেখা আর অমিতাভকে নিয়ে গুঞ্জন দীর্ঘকালের। রেখাকে অনেকে বহুবার এই প্রশ্ন করেছেন। কখনও এই প্রসঙ্গ এড়িয়ে যাননি বলিউডের চিরসবুজ নায়িকা। রেখার সঙ্গে নাম জড়ানোয় অনেকে মনে করেন জয়া অমিতাভের সংসারটাই হবে না।
রেখা আর অমিতাভকে নিয়ে গুঞ্জন দীর্ঘকালের। রেখাকে অনেকে বহুবার এই প্রশ্ন করেছেন। কখনও এই প্রসঙ্গ এড়িয়ে যাননি বলিউডের চিরসবুজ নায়িকা। রেখার সঙ্গে নাম জড়ানোয় অনেকে মনে করেন জয়া অমিতাভের সংসারটাই হবে না। শক্ত হাতে পরিস্থিতির মোকাবিলা করেন জয়া।
সিমি গেরওয়ালের শোতেও ওঠে রেখা অমিতাভ প্রেমের প্রসঙ্গ। সিমি রেখাকে বলেন এই প্রশ্ন আসা তো খুবই স্বাভাবিক। রেখা জানান তিনি নিশ্চয় ভালবাসেছেন। সম্পূর্ণ স্বেচ্ছায়, নিঃস্বার্থভাবে ভালবেসেছেন।
সারা দুনিয়ার যত ভালবাসা তাকে যোগ করে তার সঙ্গে আরও কিছুটা ভালবাসা মেশালে যা হয় ততটাই ভালবাসেন তিনি অমিতাভকে। এর আগেও বলিউডের চিরসবুজ নায়িকা রেখা হয় স্পষ্ট ভাবে বা ইঙ্গিতে তাঁর মনের ভাব প্রকাশ করেন।
Latest Videos