Rice Price Hike: ভারতে চাল আরও দামি হবে?

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Jul 29, 2023 | 3:10 PM

গবেষকদের দাবি, শিশুমৃত্যুর সংখ্যাও বাড়তে পারে । রাষ্ট্রসংঘের তথ্য অনুযায়ী, সারা বিশ্বে প্রায় ৩০০ কোটি মানুষের প্রধান খাবার ভাত। এই বছরে এশিয়ার প্রায় সব দেশে চালের উৎপাদন কমতে পারে। এল নিনোর প্রভাব পড়তে পারে ধান চাষের ওপর । এল নিনোর জন্য বৃষ্টির পরিমাণ কমতে পারে

সারা বিশ্ব চালের দাম বাড়ছে। রাষ্ট্রসংঘ এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।গবেষকদের দাবি, এই অবস্থা চললে মানুষ পেট ভরে ভাত খেতে পারবেন না। বাড়তে পারে পুষ্টিজনিত রোগের সংখ্যা। গবেষকদের দাবি, শিশুমৃত্যুর সংখ্যাও বাড়তে পারে । রাষ্ট্রসংঘের তথ্য অনুযায়ী, সারা বিশ্বে প্রায় ৩০০ কোটি মানুষের প্রধান খাবার ভাত। এই বছরে এশিয়ার প্রায় সব দেশে চালের উৎপাদন কমতে পারে। এল নিনোর প্রভাব পড়তে পারে ধান চাষের ওপর । এল নিনোর জন্য বৃষ্টির পরিমাণ কমতে পারে। বৃষ্টির অভাবে ধান চাষের ওপর প্রভাব পড়বে। এই জন্য ধানের দাম আরও বাড়তে পারে। রাষ্ট্রসংঘের দাবি,বর্তমানে সব থেকে বেশি চালের দাম হয়েছে গত ১১ বছরের তুলনায়। আগামী বছরের আরও ২৫% বাড়তে পারে চালের দাম। মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষি দফতরের দাবি,৬টি দেশে বেড়েছে চালের রফতানি মূল্য। সেই দেশগুলি হল চিন, ভারত, থাইল্যান্ড ,বাংলাদেশ, ইন্দোনেশিয়া ও ভিয়েতনাম। এই বছরে থাইল্যান্ডে বৃষ্টি কম হয়েছে ২৬%। ধান উৎপাদন কমেছে ৩০% প্রথম ৬ মাসে। ভারতে বাড়তে পারে চালের দাম ২০%।