Rinku Singh EXCLUSIVE: অবিশ্বাস্য ইনিংসের পর এক্সক্লুসিভ টিভি নাইন বাংলার মুখোমুখি রিঙ্কু সিং
কেকেআরের নতুন সুপারহিরো রিঙ্কু সিং। সেই রিঙ্কু সিং অবিশ্বাস্য ইনিংসের পর এক্সক্লুসিভ মুখোমুখি টিভি নাইন বাংলার। ঝাড়ুদারের চাকরি ছেড়ে ক্রিকেটে আসার সেই গল্প নিয়ে এবার মুখ খুললেন রিঙ্কু।
গুজরাত টাইটান্সের বিরুদ্ধে শেষ ওভারে অবিশ্বাস্য ব্যাটিং। রিঙ্কু ঝড়ে দুরন্ত জয় কেকেআরের। শেষ ওভারে ৫টি ওভারবাউন্ডারি মেরে এখন আইপিএলের আলোচনায় একজনই-রিঙ্কু সিং। কেকেআরের নতুন সুপারহিরো। আর যাঁকে নিয়ে এত আলোচনা, সেই রিঙ্কু সিং অবিশ্বাস্য ইনিংসের পর এক্সক্লুসিভ মুখোমুখি টিভি নাইন বাংলার। ঝাড়ুদারের চাকরি ছেড়ে ক্রিকেটে আসার সেই গল্প নিয়ে এবার মুখ খুললেন রিঙ্কু। বারা চেয়েছিলেন চাকরি করুন রিঙ্কু। সেই নির্দেশ অমান্য করেছিলেন। পড়া ছেড়ে এসেছেন ক্রিকেটে। আর আজ তিনি রূপকথার নায়ক। অজানা গল্প এবার টিভি নাইন বাংলায় এক্সক্লুসিভলি শেয়ার করলেন রিঙ্কু সিং।