Rishi Kapoor News: নিতুই ‘ভাঙেন’ ঋষির প্রেম!
ঋষি কাপুর একটি আত্মজীবনী লেখেছিলেন। তাঁর আত্মজীবনীর নাম ছিল 'ঋষি কাপুর আনসেনসরড'। আত্মজীবনীতে তিনি মেনে নেন তাঁর বিবাহের আগে অন্য সম্পর্কের কথা। তিনি তা নিয়ে আফসোসও করেছেন। ঋষির প্রাক্তন প্রেমিকার নাম জসমিন।
ঋষি কাপুর একটি আত্মজীবনী লেখেছিলেন। তাঁর আত্মজীবনীর নাম ছিল ‘ঋষি কাপুর আনসেনসরড’। আত্মজীবনীতে তিনি মেনে নেন তাঁর বিবাহের আগে অন্য সম্পর্কের কথা। তিনি তা নিয়ে আফসোসও করেছেন। ঋষির প্রাক্তন প্রেমিকার নাম জসমিন। একটা সময় ঋষি খুব ভালবাসতেন জসমিনকে। কিন্তু একটা সময়ের পর জসমিনের আচরণ পাল্টে যায়। ঋষি লেখেন, ব্রেকআপের পর তিনি বাইরে যান জেহরিলা ইনসানের শুটের জন্য। সেখানে গিয়ে তিনি খুব মদ্যপান করেন। তখন ঋষি তাঁর সহ অভিনেত্রী নিতুকে দিয়ে ফোন করিয়েছিলেন জসমিনকে। সেই সময় ঋষির সঙ্গে নিতুর বিয়ে হয়নি। ঋষি বইতে লিখেছেন, নিতুর সঙ্গে জসমিনের ভাল সম্পর্ক ছিল। ঋষির আগে জসমিন মারা যান। জসমিনের মৃত্যুতে অনেক কষ্ট পান ঋষি।
Latest Videos