Purba Burdwan News: পুজোর ছুটিতে দেদার বালি চুরি!
পুজোর ছুটির সুযোগ নিয়ে পূর্ব বর্ধমানে ঢুকে দামোদর থেকে দেদার বালি লুট করে নিয়ে যাচ্ছে হুগলীর বালি মাফিয়ারা। উৎসব উপলক্ষে সব অফিস কাছারিতে ছুটি চলছে।আর ঠিক এই সুযোগকে কাজে লাগিয়ে হুগলীর জেলার বালি মাফিয়ারা নৌকা নিয়ে ঢুকে পড়ছে পূর্ব বর্ধমান জেলায়।
পুজোর ছুটির সুযোগ নিয়ে পূর্ব বর্ধমানে ঢুকে দামোদর থেকে দেদার বালি লুট করে নিয়ে যাচ্ছে হুগলীর বালি মাফিয়ারা। উৎসব উপলক্ষে সব অফিস কাছারিতে ছুটি চলছে।আর ঠিক এই সুযোগকে কাজে লাগিয়ে হুগলীর জেলার বালি মাফিয়ারা নৌকা নিয়ে ঢুকে পড়ছে পূর্ব বর্ধমান জেলায়। দিনে দুপুরেই দামোদর নদ থেকে বালি লুট করে বালি ভর্তি নৌকা নিয়ে হুগলী জেলায় ফিরে যাচ্ছে তারা।এই বালি মাফিয়াদের দাপট ও চোখ রাঙানিতে এখন তটস্থ জেলার জামালপুর থানার জ্যোৎশ্রীরাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কোরা ও শিয়ালী গ্রামের বাসিন্দারা।
এভাবে চলতে থাকলে গ্রাম তো বটেই, শিয়ালী গ্রামে দামোদরের পাশে থাকা শিয়ালী প্রাথমিক বিদ্যালয়ের ক্ষতি হবার আশঙ্কা করছেন এলাকার মানুষজন। তারা চাইছেন ভিন জেলার বালি মাফিয়াদের দৌরাত্ব দমনে অবিলম্বে পদক্ষেপ নিক পুলিশ ও প্রাশাসন। নয়তো অবৈধ ভাবে দামোদর নদ থেকে বালি তুলে নেওয়ার তাদের গ্রাম বিপদে পড়বে। কোরা গ্রামটি হুগলী জেলার একেবারে লাগোয়া গ্রাম, হুগলী ও পূর্ব বর্ধমান ’বর্ডার’ এলাকা। এই গ্রামের পরেই রয়েছে হুগলী জেলার পুরশুড়া থানার অন্তর্ভুক্ত খুশিগঞ্জ গ্রাম।আর কোরা গ্রামের পাশের গ্রাম হল জ্যোৎশ্রীরাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শিয়ালি গ্রাম।এই দুই গ্রামের বাসিন্দারা জানান , বেশ কয়েক মাস হল হুগলি জেলার বালি মাফিয়ারা যন্ত্র চালিত নৌকা নিয়ে দামোদর ধরে চলে আসছে কোরা ও শিয়ালী এলাকায়। প্রতিদিন কম বেশী ডজন খানেক নৌকা নিয়ে তারা ঢুকছে ।
পুজোর ছুটির সুযোগে এই সংখ্যা তারা আরও বাড়িয়েছে বলে অভিযোগ। এইরকম একদল বালি মাফিয়া দিনের বেলায় দামোদর থেকে বালি তুলে নিয়ে নৌকায় লোড করে সন্ধ্যার আগে হুগলীতে চলে যাচ্ছে । আবার সন্ধ্যার পর হুগলী জেলার অপর আর একদল বালি মাফিয়া একই কায়দায় কোরা ও শিয়ালী এলাকায় ঢুকছে। সারা রাত ধরে দামোদর থেকে বালি তুলে নিয়ে তারা ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে হুগলী রওনা দিয়ে দিচ্ছে । গ্রামবাসীদের অভিযোগ বালি মাফিয়ারা শিয়ালী গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের খুব কাছে থাকা দামোদর নদ থেকে বালি তুলে নিয়ে চলে যাচ্ছে।গ্রামের বাসিন্দাদের আরও অভিযোগ ,হুগলী জেলার বালি মাফিদারের এমন দৌরাত্মের বিষয়টি স্থানীয় ফাঁড়ির পুলিশ সহ এলাকার জনপ্রতিনিধিরাও সব জানে। সব জেনেও তারা কাজের কাজ কিছু করে নি । গ্রামবাসীরা চান হুগলী জেলার ওইসব বালি কারবারীদের দৌরাত্ম বন্ধে প্রশাসন যথাযথ ব্যবস্থা নিক। প্রতি বছরের মত এ বছরও প্রশাসনের তরফে জুন মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত দামোদর থেকে বালি তোলায় নিষেধাজ্ঞা জারি রয়েছে। তা সত্ত্বেও হুগলী জেলার বালি মাফিয়ায়া কাদের বলে বলিয়ান হয়ে পূর্ব বর্ধমান জেলায় ঢুকে দামোদর থেকে বালি লুট করার সাহস দেখাচ্ছে, সেই প্রশ্নই এখন বড় হয়ে দেখা দিয়েছে। এ বিষয়ে জামালপুরের বিধায়ক অলক মাঝি বলেন,“ঘটনার কথা আমারও কানে এসেছে। আমিও এই ঘটনার কথা জেনে স্তম্ভিতই হয়েছি। দামোদর থেকে বালি লুট বন্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য স্বয়ং মুখ্যমন্ত্রী প্রশাসনকে নির্দেশ দিয়ে রেখেছেন। তার পরেও হুগলী জেলা থেকে এসে পূর্ব বর্ধমান জেলায় ঢুকে আমার বিধানসভা এলাকার দামোদর নদ থেকে বালি লূট করে নিয়ে যাচ্ছে। তিনি বলেন, এই বালি লুট বন্ধের জন্য তিনি প্রশাসনের সর্বোচ্চ মহলে জানাবেন। “