Swarasati River: বেদের যুগের অদৃশ্য নদী

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Oct 08, 2023 | 5:27 PM

ভারত নদীমাতৃক দেশ। এখানে নদী মায়ের মত। নদী পুজিতা হয় এই দেশে। অসমুদ্র হিমাচল প্রবাহিত হয়ে চলেছে প্রায় ২০০ টি নদী। বৈদিক ভারতবর্ষে সবচেয়ে পবিত্র নদী সরস্বতী। এই নদীর জল পান করে ঋষি ও মুনিরা বেদ রচনা করেন। বৈদিক জ্ঞানের প্রসার করেন এই নদীর অববাহিকায়।

ভারত নদীমাতৃক দেশ। এখানে নদী মায়ের মত। নদী পুজিতা হয় এই দেশে। অসমুদ্র হিমাচল প্রবাহিত হয়ে চলেছে প্রায় ২০০ টি নদী। বৈদিক ভারতবর্ষে সবচেয়ে পবিত্র নদী সরস্বতী। এই নদীর জল পান করে ঋষি ও মুনিরা বেদ রচনা করেন। বৈদিক জ্ঞানের প্রসার করেন এই নদীর অববাহিকায়। বহু যুগ ধরে প্রবাহিত হওয়া এই নদী বর্তমানে দেখা যায় না। নদীটি শুকিয়ে গিয়েছে। প্রকৃতপক্ষে শুকোয়নি বৈদিক সভ্যতার বৃহত্তম এই নদী।

ইসরোর একটি গবেষণা জানাচ্ছে অন্তঃসলিলা হয়ে প্রবাহিত হচ্ছে এই নদী। পাঞ্জাব হরিয়ানা ও রাজস্থানের ভূগর্ভ দিয়ে প্রবাহিত অন্তঃসলিলা এই নদী। হিমাচলের সিরমাউরে উৎপন্ন হয়েছে সরস্বতী। প্রবাহিত হয়েছে আম্বালা, কুরুক্ষেত্র, কাইথাল,পাটিয়ালার মধ্য দিয়ে। সিরসায় দৃষ্টিবতী নদীতে মিশেছে সরস্বতী। রামায়ণ ও মহাভারতে উল্লেখ রয়েছে এই নদীর।

ঋক বেদেও এর বর্ণনা আছে বহুবার। বৈদিক যুগের শেষ অংশেও মহাভারতের সময়ে এই নদীর বেশ কিছুটা শুকিয়ে যায়। নদীগর্ভ মাটির অনেকটা নিচে নেমে যায়। গবেষণায় জানা যায় অতীতে এক বিধ্বংসী ভূমিকম্পে সরস্বতী নদী একটি শিলাস্তরের নিচে চলে যায়। তখন ওই নদীর স্রোত যমুনার সঙ্গে মিশে প্রবাহিত হয়। প্রয়াগরাজে সরস্বতী যমুনার সঙ্গে মিলিত হয়ে ত্রিবেণী সঙ্গমে গঙ্গায় মিশেছে। প্রকৃতপক্ষে প্রয়াগে সরস্বতী নদী নেই।