Amarvilash Hotel: হোটেলের বারান্দা থেকেই তাজমহল দেখুন
সম্প্রতি প্রকাশিত হয়েছে বিশ্বের সেরা ৫০ টি হোটেলের তালিকা। লন্ডনে প্রকাশিত সেই তালিকায় রয়েছে আগ্রার অমরবিলাস হোটেল। ওবেরয় গ্রুপের অমরবিলাস একটি ৫ তারা হোটেল। ২০০৪ এ পাক প্রেসিডেন্ট পারভেজ মোশারফ ছিলেন এই হোটেলে। হোটেল অমারবিলাস তাজমহল থেকে মাত্র ৬০০ মিটার দূরে।
সম্প্রতি প্রকাশিত হয়েছে বিশ্বের সেরা ৫০ টি হোটেলের তালিকা। লন্ডনে প্রকাশিত সেই তালিকায় রয়েছে আগ্রার অমরবিলাস হোটেল। ওবেরয় গ্রুপের অমরবিলাস একটি ৫ তারা হোটেল। ২০০৪ এ পাক প্রেসিডেন্ট পারভেজ মোশারফ ছিলেন এই হোটেলে। হোটেল অমারবিলাস তাজমহল থেকে মাত্র ৬০০ মিটার দূরে। এই হোটেলের লন কিংবা বারান্দায় বসেই দেখা যায় বিশ্বের সপ্তম আশ্চর্য তাজ! হোটেলের অঙ্গসজ্জায় ও অন্দরে মুঘল স্থাপত্যের ছাপ।
হোটেলটিতে রয়েছে ১০২ টি ঘর। কোনও ঘরে ফোয়ারা, কোনও ঘরে কিং সাইজের খাট সঙ্গে আধুনিক যাবতীয় সুযোগ সুবিধা। দিল্লি থেকে বাসে আগ্রা যাওয়া যায় ৬ ঘণ্টায়। রেলপথের সঙ্গেও সংযুক্ত আগ্রা। তাজ ইস্ট গেট রোড, পাকটোলা, তাজগঞ্জে অবস্থিত এই হোটেল। এখানে বেড উইথ ব্রেকফাস্টের খরচ ২,১২,০০০ টাকা। একদিন থাকার ভাড়াই শুধু ৪০,০০০ টাকা। দুজনের ডিনারের খরচ প্রায় ১৩,০০০ টাকা।