Saraswati Temple: কেন দেবী সরস্বতীর মন্দির দেখা যায় না, জানেন?
Saraswati Puja: শিক্ষা প্রতিষ্ঠান, বাড়ি থেকে বারোয়ারি বিদ্যাদেবীর আরাধনায়। সচরাচর দেবী সরস্বতীর কোনও স্থায়ী মন্দির দেখা না। কেন? আমরা এই প্রশ্নটাই খুঁজলাম শ্রী পঞ্চমীর সকালে। আমাদের এই প্রশ্নের ব্যাখ্যা দিলেন অধ্যাপক, পুরাণবিদ ও গবেষক নৃসিংহপ্রসাদ ভাদুড়ি।
বসন্ত পঞ্চমীতে সরস্বতী পুজো। বিদ্যার দেবী সরস্বতী। আজ শিক্ষা প্রতিষ্ঠান, বাড়ি থেকে বারোয়ারি বিদ্যাদেবীর আরাধনায় মেতে। আচ্ছা কখনও ভেবে দেখেছেন সচরাচর দেবী সরস্বতীর কোনও স্থায়ী মন্দির দেখা না। কেন? আমরা এই প্রশ্নটাই খুঁজলাম শ্রী পঞ্চমীর সকালে। আমাদের এই প্রশ্নের ব্যাখ্যা দিলেন অধ্যাপক, পুরাণবিদ ও গবেষক নৃসিংহপ্রসাদ ভাদুড়ি।
তাঁর সেই ব্যাখ্যা ধরা থাকল এই ভিডিয়োয়। স্বরবর্ণের প্রথম অক্ষর ‘অ’ থেকে শেষ ব্যাঞ্জন যুক্তাক্ষর ‘ক্ষ’ পর্যন্ত সরস্বতীর ব্যাপ্তি। বাগদেবী, বীণাপাণির হাতের অক্ষমালা এই ব্যপক ব্যাপ্তির পরিচায়ক।
আসলে মানুষের মধ্যেই সরস্বতীর বাস। তিনিই যে কোনও বিদ্যা, তা সে পড়াশুনো, কি কৃষি বা অন্য যে কোনও বিদ্যাই হোক নেপথ্যের চালিকা শক্তি। যে দেবীর ব্যাপ্তি বিশ্ব চরাচর জুড়ে তাঁকে কি কোনও মন্দিরের বাঁধনে বাধা যায়?