Save Mobile From Water: ৯৯ টাকায় ওয়াটারপ্রুফ হবে ফোন

TV9 Bangla Digital | Edited By: সুপ্রিয় ঘোষ

Jul 07, 2023 | 10:29 AM

যদি হাপুস ভেজেন তবে কি ফোন গেল ? এই সমস্যা থেকে মুক্তির একটা সহজ উপায় আছে। যাতে বৃষ্টিতে একদম কাকভিজে গেলেও সুরক্ষিত থাকবে ফোন। এমন কি ফোন নিয়ে সাঁতারও কাঁটা যাবে।

এখনকার জীবন যাত্রায় ফোনই সব। কল ছাড়াও ইমেল, বিনোদন, সোশাল মিডিয়া। ফোন নেই তো কিছুই নেই। মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে। বর্ষাকাল বলে বাড়িতে বসে থাকবার জো নেই। কাজে তো বেরোতেই হবে। যদি হাপুস ভেজেন তবে কি ফোন গেল ? এই সমস্যা থেকে মুক্তির একটা সহজ উপায় আছে। যাতে বৃষ্টিতে একদম কাকভিজে গেলেও সুরক্ষিত থাকবে ফোন। এমন কি ফোন নিয়ে সাঁতারও কাঁটা যাবে। মাত্র ৯৯ টাকায় পাওয়া যায় এয়ার টাইট ওয়াটারপ্রুফ পাউচ। এই পাউচে রাখলে সুরক্ষিত থাকবে ফোন। পাউচটা দেখতে স্বচ্ছ হয়। জলের মধ্যে ফোন সক্রিয় থাকে টাচও কাজ করে। যেসব ফোনের আইপি রেটিং ৬৭, ৬৮ বা আইপি এক্স৮। সেই ফোন ওয়াটারপ্রুফ । আইপি ৬৮ এবং আইপি এক্স৮ রেটেড ফোন ১.৫ মিটার গভীর জলে ৩০ মিনিট থাকলেও সুরক্ষিত থাকে। এই ফোনে ব্যবহার করুন ওয়াটারপ্রুফ পাউচ। বাজারে আর অনলাইন শপিংএ ৯৯ থেকে ৩০০ টাকার মধ্যে পাওয়া যায় এই পাউচ।