Aranbagh News: আরামবাগের ছাত্ররা যা করলেন!

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Oct 18, 2023 | 7:57 PM

বুধবার আরামবাগ হাই স্কুলের বেশ কয়েকশ ছাত্রসহ শিক্ষক-শিক্ষিকাদেরকে দেখা গেল আরামবাগের আশা বৃদ্ধাশ্রমে। ছাত্ররা বৃদ্ধাশ্রমের আবাসিকদেরকে কেউ দিলো দুর্গাপুজোর পোশাক, কেউ দিলো ফলমূল, কেউ দিল শুকনো খাবার, আবার পুজোতে ঠাকুর দেখার জন্য একটা টিভি ও দিলো।

বুধবার আরামবাগ হাই স্কুলের বেশ কয়েকশ ছাত্রসহ শিক্ষক-শিক্ষিকাদেরকে দেখা গেল আরামবাগের আশা বৃদ্ধাশ্রমে। ছাত্ররা বৃদ্ধাশ্রমের আবাসিকদেরকে কেউ দিলো দুর্গাপুজোর পোশাক, কেউ দিলো ফলমূল, কেউ দিল শুকনো খাবার, আবার পুজোতে ঠাকুর দেখার জন্য একটা টিভি ও দিলো। দুর্গা পজার সময় এই উপহার পেয়ে আবাসিকরা প্রচুর খুশি, তারা দুহাত ভরে ছাত্রদের আশীর্বাদ ও করলো।

আরামবাগ হাই স্কুলের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায় বলেন, ডাক্তার উকিল মাস্টার মশাই যে কেউ হতে পারে কিন্তু আমরা কজন মানুষের মতো মানুষ হয়েছি তাই সেই মানবতার পার দিতে আমরা এই জায়গায় উপস্থিত হয়েছি। এই বৃদ্ধাশ্রমে যে সমস্ত আবাসিক আমাদের মা-বাবারা রয়েছেন তারা কোন না কোন ভাবে পরিবার থেকে বিচ্ছিন্ন তাদের মুখে হাসি ফোটানোর জন্যই আমরা স্কুলে একটি নোটিশ দিয়েছিলাম।

যদি ছাত্ররা তাদের টিফিন খরচা থেকে কিছু পয়সা বাঁচিয়ে আমাদেরকে দেয় তাহলে আমরা এই বৃদ্ধাশ্রমের আবাসিকদের জন্য কিছু পুজোর উপহার তুলে দেবো। তাতে বেশিরভাগ ছাত্ররাই তাদের টিফিন খরচের থেকে সামান্য কিছু টাকা বাঁচিয়ে আমাদের হাতে প্রায় কুড়ি হাজার টাকা তুলে দিয়েছিল এবং আমাদের কিছু শিক্ষক শিক্ষিকারাও তাদের কাছ থেকে কিছু পরিমাণ টাকা দিয়ে এই সমস্ত উপহার ফল মূল শুকনো খাবার পোশাক আশাক এবং একটি টিভি। এই আবাসিকদের হাতে আমরা তুলে দিলাম কারণ অনেক আবাসিক যারা দোতলায় বা তিনতলায় থাকে তারা নিচে তলায় নেমে এসে টিভি দেখতে পারে না। হলে তাদের মন থেকে আস্তে আস্তে আনন্দটা মুছে যাচ্ছে তাই উপর তলায় যাতে একটা টিভি লাগাতে পারে তার জন্য আমরা এই টিভিটা দিলাম।