Karan Johar Trolled: ‘একই করণ, একই স্টার-কিড, নতুন কী?’ প্রোমো শেয়ার করতেই কটাক্ষ করণকে

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Oct 18, 2023 | 10:02 PM

আর মাত্র কয়েকটা দিন। ২৬ অক্টোবর শুরু হতে চলেছে ‘কফি উইথ করণ সিজ়ন 8 (Eight)’। তার আগেই এবার শোয়ের সেট থেকে ভিডিয়ো শেয়ার করলেন করণ। যদিও প্রোমো দেখে খুব একটা হাসি ফুটল না নেটিজ়েনদের একাংশের মুখে। উল্টে বইল ট্রোলের ঝড়। কেউ বললেন, “আবার সেই... কে, কার সঙ্গে সেক্স করল সেসব কথা...” আবার কেউ বললেন, “একই করণ, একই স্টার-কিড, নতুন কী?”

করণের ছবি ক্রপ করলেন বিবেক
প্রায়শই করণ জোহরকে আক্রমণ করেন পরিচালক বিবেক রঞ্জন অগ্নিহোত্রী। এবার জাতীয় পুরস্কারে তোলা একটি ছবি থেকেও করণকে বাদ দিলেন বিবেক। তাতে নেটিজেনদের মনে হয়েছে ,দুই পরিচালকের মধ্যে বিবাদ মেটার নয়। করণ এবং শাহরুখ খানের ছবিকে ‘অবাস্তব’ বলে মনে করেন বিবেক। তাঁদের কাজের ধরন কোনওদিনই পছন্দ করেন না তিনি।

রোম্যান্সে না শাহরুখের
আর রোম্যান্টিক ছবি করবেন না শাহরুখ খান। এক ভক্তের প্রশ্নে সাফ জানিয়ে দিলেন তিনি। তাঁর কথায়, “রাহুল-রাজ চরিত্র তরুণ প্রজন্মের অভিনেতাদের জন্য। আমার এখন বয়েস হয়েছে। এক ছবিতে আমি আমার থেকে অনেক ছোট অভিনেত্রীর সঙ্গে রোম্যান্স করেছিলাম, অস্বস্তি হয়েছিল। তাই স্থির করেছি, আর নয়।”

এ কী বললেন অমিতাভ?
মাথায় টোপর পরতে সমস্যা? অবাক কাণ্ড হলেও ‘এটাই সত্যি’ বলেই জানান অমিতাভ বচ্চন। সম্প্রতি কেবিসি-র এক প্রোমোতে অমিতাভকে বলতে শোনা যায়, তিনি জয়া বচ্চনের পরিবারের কাছে অনুরোধ করেছিলেন, তিনি বাঙালি মতে বিয়ে করতে চান—কিন্তু মাথায় টোপরটি তিনি পরবেন না। কারণ, ‘টোপর-পরা’ বিষয়টা তাঁর পছন্দ ছিল না। যদিও অমিতাভের সেই অনুরোধ মেনে নিয়েছিল জয়ার পরিবার।

ট্রোলের শিকার করণ
আর মাত্র কয়েকটা দিন। ২৬ অক্টোবর শুরু হতে চলেছে ‘কফি উইথ করণ সিজ়ন 8 (Eight)’। তার আগেই এবার শোয়ের সেট থেকে ভিডিয়ো শেয়ার করলেন করণ। যদিও প্রোমো দেখে খুব একটা হাসি ফুটল না নেটিজ়েনদের একাংশের মুখে। উল্টে বইল ট্রোলের ঝড়। কেউ বললেন, “আবার সেই… কে, কার সঙ্গে সেক্স করল সেসব কথা…” আবার কেউ বললেন, “একই করণ, একই স্টার-কিড, নতুন কী?”

সংসারটাই করতে চান অনুষ্কা?
এক সাক্ষাৎকারে ভারতের ক্রিকেট টিমের প্রাক্তন কেপ্টেন বিরাট কোহলি জানিয়েছিলেন, অনুষ্কা সংসারের জন্য যে স্বার্থত্যাগ করেছে, তা অমূল্য। যদিও অতীতে অনুষ্কার গলায় ছিল অন্য সুর। তিনি বলেছিলেন, “আমি বিয়ে করতে চাই, সন্তান চাই, হয়তো তারপর কাজ না-ও করতে পারি।” ‘তবে কি নিজেকে ইচ্ছে করেই সরিয়ে রেখেছেন অনুষ্কা?… পুরোনো এই ভিডিয়ো ভাইরাল হতেই প্রশ্ন নেটদুনিয়ার।

ধার করা কাপড়ে জ়িনাত
প্রেমিককে বিয়ে করতে সিঙ্গাপুর পালিয়েছিলেন জ়িনাত আমান। ছিলেন কেবল দু’জন সাক্ষী। তাই বিয়েবাড়ির সবরকম চাকচিক্যকে মিস করেন অভিনেত্রী। যদিও ইনস্টাগ্রামে পোস্ট করে তিনি এ-ও জানিয়েছেন, ধার অথবা ভাড়া-করা পোশাক পরেই বিয়েবাড়ি যান তিনি। ধার করেন গয়নাও। তরুণ প্রজন্মকে অর্থের ভুল অপচয় না-করার জন্যই নিজের জীবনের এই নিদর্শন দিয়েছেন জ়িনাত।

দোলন-দীপঙ্করের পুজো
এ বছর পুজোয় বাড়ি থেকে বেরোবেন না অভিনেতা দীপঙ্কর দে এবং তাঁর স্ত্রী অভিনেত্রী দোলন রায়। বাড়িতেই থাকবেন তাঁরা। পুজোতে স্ত্রীকে মুম্বই থেকে শাড়ি কিনে দিয়েছেন দীপঙ্কর। তা-ও জুলাই মাসে। এমনটাই জানিয়েছেন, দোলন।

মিমিকে নিয়ে কী বললেন দীপঙ্কর?
‘গানের ওপারে’ ধারাবাহিকে দীপঙ্কর দে-র নাতনির চরিত্রে অভিনয় করেছিলেন মিমি চক্রবর্তী, মিমির চরিত্রের নাম ছিল পুপে। সেটি ছিল মিমির প্রথম অভিনয়। সম্প্রতি প্রেক্ষাগৃহে মিমি অভিনীত ‘রক্তবীজ’ দেখতে এসেছিলেন দীপঙ্কর। বলেছেন, “‘গানের ওপারে’ সিরিয়ালে পুপে-র জন্যে ওর ঠাকুরদার যেমন আশা ছিল অনেক, মিমির সম্পর্কেও তেমনই আশা আছে আমার।”

ছক ভাঙলেন ঋষি কৌশিক
কেরিয়ারের মাত্র একটি ভিলেন চরিত্রে অভিনয় করেছিলেন ঋষি কৌশিক। রিঙ্গোর ‘ক্রান্তি’ ছবির ‘দেবা’ চরিত্রটি। তারপর থেকে তিনি হিরোর চরিত্রেই অভিনয় করেছেন একাধিক বাংলা সিরিয়ালে। হিন্দি সিরিয়ালে অভিনয় শুরু করেছেন এবং সেই ছবিতে এক খলনায়কের চরিত্রেই দেখা যাবে ঋষিকে। অভিনেতা জানিয়েছেন, মনের মতো খলনায়ক হয়ে পারছেন বলেই ছক ভাঙলেন।