Dankuni Accident: পুজোর মুখে বিষাদ
পুজোর মুখে রেললাইনে কাটা পরে মৃত্যু তরতাজা যুবকের। বিষাদের সুর পরিবারে। ঘটনা ডানকুনি ৮ নম্বর রেল গেট সংলগ্ন এলাকার। রেললাইন পারাপার করার সময় হঠাৎ করেই দুটি লাইনে দুটি এক্সপ্রেস ট্রেন চলে আসে।
পুজোর মুখে রেললাইনে কাটা পরে মৃত্যু তরতাজা যুবকের।বিষাদের সুর পরিবারে।ঘটনা ডানকুনি ৮ নম্বর রেল গেট সংলগ্ন এলাকর।
স্থানীয় সুত্রে জানাগেছে রেললাইন পারাপার করার সময় হটাৎ করেই দুটি লাইলে দুটি এক্সপ্রেস ট্রেন চলে আসে কিছু বোঝার আগেই এক্সপ্রেস ট্রেনের চাকায় কাটা পরে মৃত্যু হয় বছর ২৩ এর সৌরভ রায়চৌধুরীর।ডানকুনি পৌরসভার ৯ নং ওয়ার্ডে বাড়ি সৌরভের।
পরিবারের একমাত্র উপার্জনকারী ছিল সে।বেশ কিছু দিন আগেই বাবা মারা যাওয়ায় তার উপরেই দায়িত্ব পরে সংসারের। কলেজের পড়াশোনা পাশপাশি বিভিন্ন কাজ করে সংসার চালাতো সৌরভ।
এই ঘটনার পরই ডানকুনি ৮ নম্বর রেলগেট সংলগ্ন এলাকায় সাধারণ মানুষের যাতায়াতের জন্য সাব ওয়ে তৈরির দাবিতে সরব হন স্থানীয়রা।
সাব ওয়ে তৈরি না হলে আগামী দিনে এই ধরনের দুর্ঘটনা আরো বাড়বে বলে দাবি স্থানীদের।
স্থানীয়দের অভিযোগ যে স্থানে দুর্ঘটনাটি ঘটেছে সেই স্থানটি জনবসতি পূর্ণ এবং ব্যস্ততম এলাকা।
যার ফলে জীবনের ঝুঁকি নিয়ে অনেকেই রেল লাইন পারাপার করেন কারণ রেল লাইন পারাপার করতে হলে ওই এলাকার বাসিন্দাদের প্রায় তিন কিমি হেঁটে গিয়ে ওভার ব্রিজ দিয়ে পারাপার করতে হয়।
উলেখ্য সপ্তাহ দুই আগে ডানকুনি সংলগ্ন গোবরা স্টেশনে রেল লাইন পারপার হওয়ার সময় এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে ছিল স্টেশন চত্বরে।
তার রেশ কাটতে না কাটতেই রেল লাইন পারপার করতে গিয়ে মৃত্যু হল আর এক যুবকের।
স্থানীয় দের দাবি উৎসবের মরসুমে প্রশাসনের তরফে নজরদারি বাড়ানো হোক এবং ৮ নং গেট সংলগ্ন এলাকায় সিভিক ভলেন্টিয়ার নিযুক্ত করা হোক।