IPL 2023: ঘরের মাঠে বাজিমাত করবে শাহরুখ খানের ‘বাজিগর’ স্পিনার সুনীল নারিন?
বৃহস্পতিবার ক্রিকেটের নন্দনকাননে বিরাট-ডুপ্লেসিদের সামলাতে কোচ পন্ডিতের অন্যতম ভরসা হতে চলেছেন অভিজ্ঞ স্পিনার সুনীল নারিন। বহুদিন ধরে বেগুনি শিবিরে উজ্জ্বল উপস্থিতি এই ক্যারিবিয়ান স্পিনারের।
প্রথম ম্যাচে পঞ্জাব কিংসের বিরুদ্ধে হার চাপে ফেলে দিয়েছে কেকেআরকে। এবার ঘরের মাঠে বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। চন্দ্রকান্ত পন্ডিতের শিবির ঘুরে দাঁড়াতে মরিয়া। বহুদিন পর ফের ইডেনে আইপিএল সমরে নামছে টিম বাদশা।চোটের জন্য অধিনায়ক শ্রেয়স আইয়ার ছিটকে গিয়েছেন। নতুন অধিনায়ক নীতিশ রানা প্রথম ম্যাচে দাগ কাটতে ব্যর্থ। তার উপর শাকিব না থাকায় পরিবর্ত হিসেবে আনা হয়েছে জেসন রয়কে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার ক্রিকেটের নন্দনকাননে বিরাট-ডুপ্লেসিদের সামলাতে কোচ পন্ডিতের অন্যতম ভরসা হতে চলেছেন অভিজ্ঞ স্পিনার সুনীল নারিন। বহুদিন ধরে বেগুনি শিবিরে উজ্জ্বল উপস্থিতি এই ক্যারিবিয়ান স্পিনারের। টিমের মালিক শাহরুখ খানের বিশেষ পছন্দের এই ক্রিকেটার। ঘরের মাঠে বহুদিন পর নামার আগে দলের মতই ঘুরে দাঁড়াতে মরিয়া কেকেআরের তারকা স্পিনারও। ইডেনের আবেগ আর এই আইপিএলে তাঁর লক্ষ্য। সব কিছু নিয়েই টিভি নাইন বাংলায় এক্সক্লুসিভ নাইটদের তারকা স্পিনার।