Sraboni Mela 2023: আজ থেকে শুরু শ্রাবণী মেলা

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Jul 03, 2023 | 8:10 PM

আজ থেকে শুরু হলো শ্রাবনী মেলা।মেলার প্রথম দিনেই ভক্তদের ঢল দেখা গেল তারকেশ্বর মন্দিরে। মূলত প্রতি বছর গুরু পূর্ণিমার দিন থেকে শুরু হয় শ্রাবনী মেলা,মেলা চলে রাখি পূর্ণিমার দিন পযন্ত।

আজ থেকে শুরু হলো শ্রাবনী মেলা।মেলার প্রথম দিনেই ভক্তদের ঢল দেখা গেল তারকেশ্বর মন্দিরে। মূলত প্রতি বছর গুরু পূর্ণিমার দিন থেকে শুরু হয় শ্রাবনী মেলা,মেলা চলে রাখি পূর্ণিমার দিন পযন্ত। বাংলা পুঞ্জিকা মতে শ্রাবণ মাস মল মাস হওয়ার কারণে এবছর ব্যতিক্রম হতে চলেছে শ্রাবনী মেলা।আজ ১৭ ই আষাঢ় গুরু পূর্ণিমার দিন থেকে শুরু হচ্ছে শ্রাবনী মেলা প্রায় ৬০ দিন ধরে চলবে এই শ্রাবনী মেলা,শেষ হবে আগামী ১২ ই ভাদ্র রাখী পূর্ণিমার দিন। শ্রাবনী মেলা উপলক্ষে লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটে তারকেশ্বর মন্দিরে বিশেষ করে শনি রবি ও সোমবার বেশি ভিড় হয় ভক্তদের।

মন্দির ও যাত্রী সুরক্ষায় একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে জেলা প্রশাসনের তরফ থেকে। অন্যদিকে মন্দির কর্তৃপক্ষ ও তারকেশ্বর পৌর সভার পক্ষ থেকে ভক্তদের সুরক্ষায় একধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।মেলা উপলক্ষে মন্দির চত্বরে বেশ কয়েকটি মেডিকেল ক্যাম্প করা হয়েছে।পর্যাপ্ত পানীয় জলের ও ব্যবস্থা করা হয়েছে।বিদ্যুৎ পরিষেবা যাতে ব্যাহত না হয় তার জন্য তারকেশ্বর বিদ্যুৎ দপ্তরের কর্মীরা তৎপর।