Shruti Das News: উত্তর দিল সময়, ট্রোলারদের চুপ করালেন শ্রুতি
Shruti Das News: বাংলা ধারাবাহিকের অভিনেত্রী শ্রুতি দাস প্রথম থেকেই দর্শক দরবারে জনপ্রিয়।
শাহরুখের ছবিতে সুহানা
খবর শোনা গিয়েছিল বহুদিন আগেই। তবে এবার সামনে এল বিস্তারিত তথ্য। ২০২৪ সাল পড়তেই শুরু হবে শুটিং। সুজয় ঘোষের ছবিতে শাহরুখ খানের সঙ্গে এবার থাকবেন তাঁর কন্যা সুহানা খান। এই অ্যাকশন থ্রিলারের নাম—যতদূর শোনা যাচ্ছে—‘কিং’। শাহরুখকে উৎস্বর্গ করেই নাকি তৈরি হচ্ছে এই ছবি।
নির্বাক ববি
রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিম্যাল’ ছবিতে ববি দেওলের ২০ সেকেন্ডের ক্লিপিং তোলপাড় ফেলেছিল। এবার যা জানা যাচ্ছে, তা হল: চরিত্রটির আরও এক বৈশিষ্ট্য। ছবিতে ভিলেনের চরিত্রে অভিনয় করছেন ববি এবং তাঁকে একটিও সংলাপ দেওয়া হয়নি। সমালোচকেরা বলছেন, এটিই হতে চলেছে ববির কেরিয়ারের অন্যতম দুর্ধর্ষ ছব।
নেটিজ়েনদের প্রিয় শোভিতা
‘ডন থ্রি’ ছবিতে ডনের চরিত্রে অভিনয় করবেন রণবীর সিং। এই খবর নতুন নয়। তবে ছবিতে রোমার চরিত্রে প্রিয়াঙ্কা চোপড়া অভিনয় করবেন কি না, তা নিয়ে এখনও কিছু নিশ্চিত নয়। তবে নেটিজ়েনরা জানিয়েছেন, সেই চরিত্রে তাঁদের পছন্দ শোভিতা ধুলিপালাকে। বিষয়টি দেখে, উচ্ছ্বসিত শোভিতা প্রশংসা করেছেন প্রিয়াঙ্কার। ধন্যবাদ জানিয়েছেন নেটিজ়েনদের।
সারার বিয়ে দেবেন করণ
বলিউডে স্টার কিডদের একপ্রকার ফিল্মি অভিভাবক তিনি। তিনি হলেন করণ জোহর। কাছের স্টারদের পেশা জগত থেকে শুরু করে ব্যক্তিগত জীবনের যে কোনও সিদ্ধান্তে উপস্থিত থাকেন তিনি। এবার প্রকাশ্যেই বললেন, সইফ আলি খানের কন্যা সারা আলি খানের বিয়ের ভার নিজের কাঁধে তুলে নিলেন। বললেন এখন এটাই আমার লক্ষ্য। পাশে দাঁড়িয়ে হাসতে থাকলেন সারা।
ব্যস্ত শুভশ্রী
আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, মা হতে চলেছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। শেষ বেলাতেও নিলেন না ছুটি। হঠাৎই চলে এল শুট, তাতেই ব্যস্ত এখন অভিনেত্রী। নিজেই সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেষ করে লিখলেন, ‘সন্তান জন্মের মুখেই হঠাৎ শুট।’ প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া।
শ্রুতির গৌরব
বাংলা ধারাবাহিকের অভিনেত্রী শ্রুতি দাস প্রথম থেকেই দর্শক দরবারে জনপ্রিয়। কিন্তু এক শ্রেণি তাঁর গায়ের রঙের জন্য বলতেন, তিনি নাকি অভিনেত্রী হতে পারবেন না। এবার তাঁকে দেখে দর্শকদের উচ্ছ্বাসের ভিডিয়ো শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় তিনি লিখলেন, ‘কোনওদিন অভিনেত্রী হতে পারবেন না, কেউ তাঁকে গ্রহণ করবে না, আর দেখুন আজ আমি এখানে।’
প্যাঁড়ার বিয়ে?
বিয়ের মরশুম চলছে। এমন সময় ‘বাঁকুড়া মিমস’-এ প্যাঁড়া চরিত্রের ইতি এবং সেই চরিত্রে অভিনয় করা স্নেহা চট্টোপাধ্য়ায়ের বিয়ের খবর রটেছে। বিষয়টি ট্রোলিংয়ের পর্যায় পৌঁছে গিয়েছে এবং তা স্নেহাকে যথেষ্ট আঘাত দিয়েছে। TV9 বাংলাকে স্নেহা বলেছেন, “আমার বিয়ে হয়নি। কিন্তু প্যাঁড়ার বিয়ে হয়েছে। আমার সঙ্গে প্যাঁড়াকে গুলিয়ে ফেলা ঠিক না। আমি একজন স্বতন্ত্র মানুষ। প্যাঁড়া একটি চরিত্র। গুলিয়ে ফেলার কিছু নেই।”
স্বামী ভিকিকে জুতো মারলেন অঙ্কিতা
‘বিগ বস’-এর বাড়িতে ফের ঝামেলা পাকালেন অঙ্কিতা লোখান্ডে এবং ভিকি জৈন। খাবার খাওয়া নিয়ে বাকবিতণ্ডা শুরু হয় তাঁদের। অঙ্কিতাকে ঘাড় ধরে টানেন ভিকি। তাঁকে জুতো ছুড়ে মারেন অঙ্কিতা। ভিকির অপরাধ, মিথ্যা করা বলা।
বাড়ি ভাড়া পাচ্ছেন না চারু
সুস্মিতা সেনের ভাই রাজীব সেনের সঙ্গে বিয়ে ভাঙে চারু আসোপার। তাঁদের একরত্তি মেয়ে জিয়ানা থাকেন চারুর সঙ্গেই। এবার বিবাহবিচ্ছেদের নতুন সমস্যায় চারু। তাঁকে মুম্বইয়ে কেউ বাড়ি ভাড়া দিচ্ছেন না। কেঁদেকেটে চারু জানিয়েছেন, এই পুরুষতান্ত্রিক সমাজে একা মেয়ের পক্ষে থাকা কঠিন। এখনও মানুষ একাকী মেয়ে বা একাকী মায়ের পাশে দাঁড়াতে চায় না। সবসময় এক পুরুষের প্রয়োজন হয় তাঁদের।