Smart Phone: ফোনের ছোট্ট ছিদ্রের কাজ কী?
Smart Phone: নিশ্চয়ই দেখেছেন স্মার্টফোনের ক্যামেরার পিছনে একটি ছোট্ট ফুটো থাকে। ফোনের ক্যামেরার পাশে ওই ছিদ্রের কাজ কী জানেন? জানলে চমকে যাবেন। আসলে আপনার ফোনের নয়েজ ক্যানসেলেশন করে ওই ছিদ্রটি।
নিশ্চয়ই দেখেছেন স্মার্টফোনের ক্যামেরার পিছনে একটি ছোট্ট ফুটো থাকে। ফোনের ক্যামেরার পাশে ওই ছিদ্রের কাজ কী জানেন? জানলে চমকে যাবেন। আসলে আপনার ফোনের নয়েজ ক্যানসেলেশন করে ওই ছিদ্রটি।
ছোট্ট ওই ছিদ্রের একটি বিশেষ কাজ আছে। ওই ছিদ্রের ভিতরে আসলে আছে একটি মাইক্রোফোন। প্রায় সব ফোনের চার্জিং পোর্টের কাছেই থাকে মূল মাইক্রোফোনটি । অ্যার ফোনে কথা বলার সময় পারিপার্শ্বিকের শব্দ বা নয়েজ কমিয়ে দেয় ছোট ছিদ্রে থাকা আরও একটি মাইক্রোফোন। আপনি যখন ফোনে কথা বলছেন তখন আপনার চারপাশের ব্যাকগ্রাউন্ড নয়েজ কমিয়ে দিতে সক্ষম ওই ছোট ছিদ্রের ভিতরে থাকা মাইক্রোফোনটি। তাই পরবর্তী ফোন কেনার সময় অবশ্যই দেখে নেবেন এই ধরনের কোনও ছিদ্র ক্যামেরার পাশে রয়েছে কিনা। বেশিরভাগ ফ্লাগশিপ ফোনের মডেলে দেখা যায় এই ফিচার।