Snake In School: স্কুলের ভেতর বিষধর সাপ!
Dhupguri: ফের স্কুলের ভেতরে বিষধর সাপ। আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্কুলে। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের অন্তর্গত শালবাড়ি জুরাপানি হাইস্কুলে।শনিবার ধূপগুড়ি গার্লস হাই স্কুলে পরীক্ষার হলে ছাত্রীকে সাপে কামড়ে ছিল,তার রেস কাট কেনাকাটা আরেকটি স্কুলে ঢুকে পরলো সাপ। স্কুল চলাকালীন সময়ে স্কুলের ভেতর সাপ ঢুকে পরার খবর ছফিয়ে পরতেই আতঙ্ক ছড়িয়ে পরে। ছাত্ররা স্কুলের শৌচালয়ে ঢুকলে দেখতে পায় কুন্ডলি পাকিয়ে বসে রয়েছে একটি বিষধর সাপ।
ফের স্কুলের ভেতরে বিষধর সাপ। আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্কুলে। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের অন্তর্গত শালবাড়ি জুরাপানি হাইস্কুলে।শনিবার ধূপগুড়ি গার্লস হাই স্কুলে পরীক্ষার হলে ছাত্রীকে সাপে কামড়ে ছিল,তার রেস কাট কেনাকাটা আরেকটি স্কুলে ঢুকে পরলো সাপ। স্কুল চলাকালীন সময়ে স্কুলের ভেতর সাপ ঢুকে পরার খবর ছফিয়ে পরতেই আতঙ্ক ছড়িয়ে পরে। ছাত্ররা স্কুলের শৌচালয়ে ঢুকলে দেখতে পায় কুন্ডলি পাকিয়ে বসে রয়েছে একটি বিষধর সাপ। আর যা দেখে আতঙ্কিত হয়ে পড়ে ছাত্ররা এবং চিৎকার দিয়ে বেরিয়ে আসেন সেখান থেকে। ঘটনাটি গিয়ে জানান স্কুল কর্তৃপক্ষকে। স্কুলের তরফ থেকে পরিবেশপ্রেমী সংগঠনকে খবর দিলে তড়িঘড়ি তারা স্কুলে গিয়ে সাপিট উদ্ধার করে। পরিবেশপ্রেমীদের থেকে জানা গিয়েছে উদ্ধার হওয়া সাপ টি খুবই বিষাক্ত যাকে ব্যান্ডেড ক্রেট বা শঙ্খিনী সাপ বলে হয়। ব্যান্ডেড ক্রেট সাপ সাধারণত রাত্রেবেলা বের হয়। তবে কি করে দিনের বেলা স্কুলের মধ্যে ঢুকে পড়ল তা নিয়ে কিন্তু ধন্ধে আছে পরিবেশ প্রেমীরা।