South Dinajpur News: ১৩ কোটির সাপের বিষ উদ্ধার!
সোমবার ভোর রাতে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার গয়েশপুর বিওপি এলাকার পাহানপাড়া থেকে সাপের বিষ ভর্তি একটি জার উদ্ধার করে বিএসএফ। যাতে তরল বিষ ছিল৷ উদ্ধার হওয়া সাপের বিষের বাজার মূল্য প্রায় ১৩ কোটি টাকা।
পাচারের আগে ফের বাংলাদেশ সীমান্তে উদ্ধার ১৩ কোটি টাকার সাপের বিষ। সোমবার ভোর রাতে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার গয়েশপুর বিওপি এলাকার পাহানপাড়া থেকে সাপের বিষ ভর্তি একটি জার উদ্ধার করে বিএসএফ। যাতে তরল বিষ ছিল৷ উদ্ধার হওয়া সাপের বিষের বাজার মূল্য প্রায় ১৩ কোটি টাকা। এদিকে সাপের বিষ ভর্তি জার সোমবার দুপুরে বিএসএফের ১৩৭ নম্বর ব্যাটেলিয়নের তরফ থেকে তুলে দেওয়া হয়েছে বালুরঘাট বনদপ্তর হাতে। যদিও এই ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি বিএসএফ৷ কোথা থেকে সাপের বিষ ভর্তি জার হিলি এলাকায় এসেছিল তা খতিয়ে দেখছে বিএসএফ ও বালুরঘাট বন দপ্তরের কর্মীরা।
এদিকে মাস ছয়েক আগে দক্ষিণ দিনাজপুর জেলায় একটি সাপের বিষের জার উদ্ধার করে বিএসএফ জওয়ানরা। এর আগেও দেখা গেছে একাধিকবার দক্ষিণ দিনাজপুর জেলায় উদ্ধার হয়েছে সাপের বিষের জার৷ বিএসএফ ও বন দপ্তরের অনুমান পাচারকারীরা সাপের বিষ পাচারের জন্য করিডর হিসেবে দক্ষিণ দিনাজপুর জেলাকে ব্যবহার করছে। এদিকে সাপের বিষের জারটি আদালতে পাঠিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে বালুরঘাট বনদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে।
বিএসএফ সূত্রে খবর, এদিন ভোর রাতে হিলি সীমান্তের গয়েশপুর পাহানপাড়া এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় বিএসএফ। সেই সময় দুজন পাচারপকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সেই জায়গা থেকে একটি বুলেটপ্রুফ সাপের বিষ ভর্তি জার উদ্ধার হয়। যেখানে লিখা হয়েছে মেড ইন ফ্রান্স। সেই জারের মধ্যে তরল দ্রব্য কোবরা সাপের বিষ বলে মনে করছে বিএসএফ।
এবিষয়ে বালুরঘাট বনদপ্তরের রেঞ্জার সুকান্ত ওঝাঁ বলেন, বিএসএফের ১৩৭ নম্বর ব্যাটেলিয়নেট পক্ষ থেকে সাপের বিষ ভর্তি একটি জার তাদের হাতে আজকে তুলে দেওয়া হয়েছে। আদালতের মাধ্যমে সাপের বিষের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পাঠানো হবে মুম্বাই। পরবর্তী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে কাজ করবেন৷