Sudipa Chatterjee: রোশনাই আজ ফিকে, মন ভাল নেই সুদীপা চট্টোপাধ্যায়ের

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Oct 26, 2023 | 9:33 PM

Tollywood News: সময়টা বিশেষ ভাল যাচ্ছে না সঞ্চালক সুদীপা চট্টোপাধ্যায়ের। কিছু দিন আগেই মা সেরিব্র্যালে আক্রান্ত হয়েছিলেন। স্বামী অগ্নিদেব চট্টোপাধ্যায়ও ছিলেন অসুস্থ। এবার ফের একবার সন্তানহারা হলেন তিনি। সন্তান অর্থাৎ তাঁর পোষ্য। পোষ্য বাঁটুলের ছবি শেয়ার করে তিনি লেখেন, "বাবা তোমায় খুব ভালবাসে। পারলে ফিরে এসো।" এর আগে আর এক পোষ্য ভানুকেও হারান সুদীপা।

কথা রাখলেন দীপিকা
কথা রাখলেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। বিয়ের পাঁচ বছর পর ‘কফি উইথ করণ’-এ এসে প্রকাশ্যে আনলেন বিয়ের ভিডিয়ো। ইতালিতে কেমন ছিল তাঁদের ডেস্টিনেশন ওয়েডিং, এবার সেই ভিডিয়ো শেয়ার করলেন জুটি।

ঠাকুর দেখলেন অরিজিৎ
পুজোর মেজাজে অরিজিৎ সিং, স্ত্রী কোয়েলকে নিয়ে বেরিয়ে পড়েছিলেন ঠাকুর দেখতে। স্কুটারে করে অরিজিতকে প্যান্ডেল হপিং করতে দেখে এক কথায় অবাক নেটপাড়া। ভিডিয়ো পলকে ভাইরাল। যদিও জিয়াগঞ্জের বাসিন্দাদের কাছে এই ছবি মোটেও অচেনা নয়।

রাহার জন্মদিন প্ল্যান
১১ মাস বয়স রণবীর কাপুর ও আলিয়া ভাটের মেয়ে রাহার। সামনেই প্রথম জন্মদিন। কী বিশেষ প্ল্যান করেছে কাপুর পরিবার? রণবীর কাপুর জানালেন, পারিবারিক একটি পার্টি রাখার প্ল্যান রয়েছে। তবে বাইরের কেউ নয়। সকল ভাই বোনেদের পরিবার মিলে পালন করা হবে রাহার প্রথম জন্মদিন।

কী হয়েছে মালাইকার?
থাইয়ের কাছে মস্ত এক দাগ। এক ঝলক দেখলে মনে হয়, যেন জমাট বেঁধে রয়েছে রক্ত! কী হয়েছে মালাইকা অরোরার? ভিডিয়ো ভাইরাল হতেই ভক্তমনে জমাট বেঁধেছে আশঙ্কা। ত্বকের অসুখ নাকি আঘাত? এই প্রশ্নেই এখন তোলপাড় সোশ্যাল মিডিয়া। মালাইকা যদিও এই নিয়ে কোনও মন্তব্য করেননি।

কটাক্ষের শিকার ববি
এ কী করলেন ববি দেওয়াল? রণবীর কাপুরের আগামী ছবি ‘অ্যানিম্যাল’ ছবিতে দেখা যাবে তাঁকে। সেই ছবির শুটিং সেট থেকে একটি ভিডিয়ো ভাইরাল। যেখানে দেখা গেল এক অ্যাকশন দৃশ্যে স্টান্ট ম্যান পড়ে গেলেন। শুট শেষ হতে তাঁকে তোলার জন্য মোটেও হাত বাড়ালেন না ববি। এই ভিডিয়ো দেখা মাত্রই নেটপাড়ায় কটাক্ষের ঝড়।

কার্তিকের সঙ্গে ছবি?
কার্তিক আরিয়ান ও করণ জোহরের বচসার খবর কম বেশি সকলেরই জানা। ‘দোস্তানা ২’ ছবির শুটিং চলাকালীন করণ সিদ্ধান্ত নিয়েছিলেন, কার্তিকের সঙ্গে ছবি করবেন না আর। তবে এখন গলেছে সেই অভিমানের বরফ। সম্প্রতি করণ জানালেন, কাজ করবেন না এমনটা নয়। ভাল স্ক্রিপ্ট পেলে তিনি কার্তিকের সঙ্গে শীঘ্রই ছবি করবেন।

সন্তানশোকে কাতর সুদীপা
সময়টা বিশেষ ভাল যাচ্ছে না সঞ্চালক সুদীপা চট্টোপাধ্যায়ের। কিছু দিন আগেই মা সেরিব্র্যালে আক্রান্ত হয়েছিলেন। স্বামী অগ্নিদেব চট্টোপাধ্যায়ও ছিলেন অসুস্থ। এবার ফের একবার সন্তানহারা হলেন তিনি। সন্তান অর্থাৎ তাঁর পোষ্য। পোষ্য বাঁটুলের ছবি শেয়ার করে তিনি লেখেন, “বাবা তোমায় খুব ভালবাসে। পারলে ফিরে এসো।” এর আগে আর এক পোষ্য ভানুকেও হারান সুদীপা।

দুর্ঘটনার কবলে ইন্দ্রজিৎ
পুজো শেষ হতেই দুর্ঘটনার কবলে টেলি পর্দার জনপ্রিয় অভিনেতা ইন্দ্রজিৎ বসু। পায়ের উপর দিয়ে গাড়ি চলে গিয়েছে তাঁর। জানা গিয়েছে, পা না ভাঙলেও, লিগামেন্টে চোট লেগেছে তাঁর। তবে যেহেতু পুজোর কারণে সিরিয়ালের ব্যাঙ্কিং বাড়ন্ত, তাই শুটিং বন্ধ করেননি তিনি। ক্রেপ ব্যান্ডেজ বেঁধেই আসছেন শুটিংয়ে। করতে হতে পারে এমআরআই-ও।

চলে গেলেন মলয়
প্রয়াত হাংরি আন্দোলনের জনক, কবি ও ঔপন্যাসিক মলয় রায়চৌধুরী। ২৬ অক্টোবর, বৃহস্পতিবার দুপুরে মৃত্যু হয় তাঁর। পরিবারের তরফে এ খবর নিশ্চিত করে একটি পোস্টও করা হয়েছে। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। মলয় রায়চৌধুরীর প্রথম কাব্যগ্রন্হ ‘শয়তানের মুখ’ ১৯৬৩ সালে প্রকাশিত হয়। ১৯৬৮ সালে ‘প্রচণ্ড বৈদ্যুতিক ছুতার’ কবিতার জন্য অশ্লীলতার দায়ে গ্রেফতারও হতে হয় তাঁকে।