খসড়া তালিকায় বদলে গেল নামের বানান, বিভ্রান্ত বিষ্ণুপুরের গোস্বামী পরিবার

| Edited By: সঞ্জয় পাইকার

Dec 18, 2025 | 7:54 PM

ভোটার কার্ড, আধার কার্ডে নামের বানান রয়েছে যথাযথ। ২০২৫ সালের ভোটার তালিকাতেও প্রত্যেকের নামের বানান ঠিক রয়েছে। কিন্তু এসআইআর-র পর সবই যেন তালগোল পাকিয়ে গেল। খসড়া ভোটার তালিকায় পরিবারের চার সদস্যের মধ্যে তিন জনেরই নামের বানান ভুল। আতঙ্কে বিএলও থেকে বিডিও সর্বত্র ছুটেছেন পরিবারের ষাটোর্ধ্ব কর্তা। কিন্তু কিছু করার নেই বলে দায় এড়িয়েছেন সকলে। এমতাবস্থায় কী করণীয় তা বুঝতে না পেরে উদ্বেগে দিন কাটছে ওই পরিবারের। ঘটনাটি বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের। ১৮ নম্বর ওয়ার্ডের শালবাগান এলাকার বাসিন্দা বিশ্বরূপ গোস্বামী। স্ত্রী, পুত্র ও পুত্রবধূ নিয়ে পরিবারের ৪ জন সদস্য। এর মধ্যে খসড়া ভোটার তালিকায় ৩ জনের নামের বানান ভুল এসেছে।

ভোটার কার্ড, আধার কার্ডে নামের বানান রয়েছে যথাযথ। ২০২৫ সালের ভোটার তালিকাতেও প্রত্যেকের নামের বানান ঠিক রয়েছে। কিন্তু এসআইআর-র পর সবই যেন তালগোল পাকিয়ে গেল। খসড়া ভোটার তালিকায় পরিবারের চার সদস্যের মধ্যে তিন জনেরই নামের বানান ভুল। আতঙ্কে বিএলও থেকে বিডিও সর্বত্র ছুটেছেন পরিবারের ষাটোর্ধ্ব কর্তা। কিন্তু কিছু করার নেই বলে দায় এড়িয়েছেন সকলে। এমতাবস্থায় কী করণীয় তা বুঝতে না পেরে উদ্বেগে দিন কাটছে ওই পরিবারের। ঘটনাটি বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের। ১৮ নম্বর ওয়ার্ডের শালবাগান এলাকার বাসিন্দা বিশ্বরূপ গোস্বামী। স্ত্রী, পুত্র ও পুত্রবধূ নিয়ে পরিবারের ৪ জন সদস্য। এর মধ্যে খসড়া ভোটার তালিকায় ৩ জনের নামের বানান ভুল এসেছে।