State Bank Of India Recruitment: মোট ১০৩১টি পোস্টে কর্মী নিয়োগ করা হবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায়

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Apr 07, 2023 | 5:31 PM

আগামী ৩০ এপ্রিল অবধি এই শূন্যপদে আবেদন করা যাবে। চ্যানেল ম্যানেজার ফেলিসিটেটর- মোট ৮২১টি শূন্য়পদে কর্মী নিয়োগ করা হবে। চ্যানেল ম্যানেজার সুপারভাইসর- মোট ১৭২টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ায় চলছে কর্মী নিয়োগ। চ্যানেল ম্যানেজার ও সাপোর্ট অফিসার পদে কর্মী নিয়োগ করা হবে। অবসরপ্রাপ্ত এসবিআই-র কর্মীরাও এই শূন্যপদে আবেদন করতে পারবেন। আগ্রহী আবেদনকারীরা সরাসরি এসবিআই-র অফিসিয়াল ওয়েবসাইট sbi.co.in- এ গিয়ে আবেদন করতে পারবেন। সংস্থায় মোট ১০৩১টি পোস্টে কর্মী নিয়োগ করা হবে। আগামী ৩০ এপ্রিল অবধি এই শূন্যপদে আবেদন করা যাবে। চ্যানেল ম্যানেজার ফেলিসিটেটর- মোট ৮২১টি শূন্য়পদে কর্মী নিয়োগ করা হবে। চ্যানেল ম্যানেজার সুপারভাইসর- মোট ১৭২টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। সাপোর্ট অফিসার- মোট ৩৮টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। শর্ট লিস্টিং ও ইন্টারভিউয়ের মাধ্যমে আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে। মোট ১০০ নম্বরের ইন্টারভিউ হবে। ইন্টারভিউয়ে পাওয়া নম্বরের ভিত্তিতে মেরিট লিস্ট প্রকাশ করা হবে।

Published on: Apr 07, 2023 05:31 PM