Super Vasuki Train: ৬টি ইঞ্জিনে চলে এই ট্রেন
সম্পূর্ণ পণ্যবাহী এই ট্রেন দিনে ২৭,০০০ টন কয়লা নিয়ে যায়। রুট ছত্তিসগড়ের কোরবা থেকে রাজনন্দগাঁও। দূরত্ব ২৭১ কিলোমিটার। এই দূরত্ব পেরোতে সুপার বাসুকির লাগে ১১ ঘণ্টা ২০ মিনিট।
স্বাধীনতার ৭৫ বছরে চালু হয়েছে এক ট্রেন। এই ট্রেনে আছে ৬টি ইঞ্জিন। তাজ্জব করা এই ট্রেন পণ্যবাহী। অর্থাৎ মালগাড়ি। ট্রেনটিতে আছে ২৯৫টি বগি। ট্রেনটির মোট দৈর্ঘ্য ৩.৫ কিলোমিটার। সম্পূর্ণ পণ্যবাহী এই ট্রেন দিনে ২৭,০০০ টন কয়লা নিয়ে যায়। রুট ছত্তিসগড়ের কোরবা থেকে রাজনন্দগাঁও। দূরত্ব ২৭১ কিলোমিটার। এই দূরত্ব পেরোতে সুপার বাসুকির লাগে ১১ ঘণ্টা ২০ মিনিট। সুপার বাসুকি কোনও স্টেশন পার করতে সময় নেয় ৪ মিনিট। পর পর ৫টি পণ্যবাহী ট্রেন জুড়ে তৈরি এই সুপার বাসুকি। এই ট্রেনের কয়লা ৩০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারে। এর আগেও ভারতীয় রেল শেষনাগ অ্যানাকোন্ডার মতো বড় পণ্যবাহী ট্রেন চালায়। পৃথিবীর সবচেয়ে বড় ট্রেন দ্য অস্ট্রেলিয়ান বিএইচপি আয়রন ওর। এর দৈর্ঘ্য ৭.২৯ কিলোমিটার। ২০০১ এ এই ট্রেন শুরু হয়।