2023 Tata Altroz: টাটা আনছে সস্তায় সানরুফ গাড়ি!

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Jun 08, 2023 | 9:06 AM

টাটা মোটরস বাজারে এনেছে আকর্ষণীয় গাড়ি। এই গাড়িতে আছে সানরুফ। এই গাড়ি পেতে বেশি টাকা খরচ করতে হবে না। অনেকটাই সস্তায় পেয়ে যাবেন এই গাড়িটি। গাড়িটির নাম Tata Altroz। এই গাড়ির দাম শুরু প্রায় ৮ লাখ টাকা।

টাটা মোটরস বাজারে এনেছে আকর্ষণীয় গাড়ি। এই গাড়িতে আছে সানরুফ। এই গাড়ি পেতে বেশি টাকা খরচ করতে হবে না। অনেকটাই সস্তায় পেয়ে যাবেন এই গাড়িটি। গাড়িটির নাম Tata Altroz। এই গাড়ির দাম শুরু প্রায় ৮ লাখ টাকা। এই গাড়িতে পাবেন ইলেকট্রিক সানরুফ ফিচার। এই গাড়িতে পাবেন ভয়েস কমান্ড ফিচার। ইলেকট্রিক সানরুফের সুইচ থাকবে স্টিয়ারিং কন্ট্রোলের পাশে। সেই সুইচ টিপলেই ইলেকট্রিক সানরুফ খোলা বা বন্ধ করা যাবে। এত কম টাকায় এই ফিচারের গাড়ি প্রথম। Hyundai i20 গাড়িতে সানরুফ আছে। কিন্তু অটোমেটিক ভাবে Hyundai i20 গাড়িতে কাজ করে না। এছাড়াও এই গাড়িতে পাবেন ওয়্যারলেস চার্জিং-এর সুবিধা। এয়ার পিউরি ফায়ার পাবেন Tata Altroz গাড়িতে। এই গাড়ি CNG ভেরিয়েন্টেও বাজারে পাবেন। এই ২টি ফিচার খুবই জনপ্রিয়।