Kalna Death News: প্রাইমারী শিক্ষককে খুনের অভিযোগ হাই স্কুলের শিক্ষকের বিরুদ্ধে!
Death News: এক স্কুল শিক্ষককে খুনের অভিযোগ প্রতিবেশী আর এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনায় ওই প্রতিবেশী শিক্ষকের পরিবারের নামে কালনা থানায় অভিযোগ দায়ের মৃত শিক্ষকের স্ত্রীর।
এক স্কুল শিক্ষককে খুনের অভিযোগ প্রতিবেশী আর এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনায় ওই প্রতিবেশী শিক্ষকের পরিবারের নামে কালনা থানায় অভিযোগ দায়ের মৃত শিক্ষকের স্ত্রীর। কালনা শহরের শ্যমলাল পাড়ায় বসত বাড়ি ও তার জমি সংক্রান্ত বিষয় নিয়েই পরিকল্পনা করে খুন করা হয়েছে এমন দাবী মৃত শিক্ষকের স্ত্রীর।আজ সন্ধ্যায় কালনা থানায় অভিযোগ দায়ের হয়।তদন্তে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে প্রাইমারী স্কুলের শিক্ষক মহাদেব মল্লিকের ঘর থেকে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় আজ সকালে।স্ত্রী ও মেয়ে বাড়ীতে না থাকায় সকালে ডাকাডাকি না করে কোন সাড়া না পেয়ে পরিবার মারফত খবর পেয়ে পুলিশ এসে মৃত অবস্থায় মহাদেব মল্লিকের মৃত দেহ উদ্ধার করে পুলিশ।ঘর থেকে উদ্ধার হয় একটি সুইসাইড নোট।যা স্বামীর লেখা নয় বলে দাবী স্ত্রী ঝর্ণা মল্লিকের।এছাড়াও মোবাইল ফোন ও হাতের আংটি মেলেনি। স্ত্রীর আরো দাবী তার স্বামীর হ্যান্ডক্যাফ।হাতের সমস্যা রয়েছে।তাই সে কিভাবে সুই সাইড নোট লিখতে পারে ও গলায় ফাঁস দিতে পারে।সুইসাইড নোটে হাতের লেখা তার স্বামীর নয় বলেও দাবী স্ত্রীর।
অন্যদিকে অভিযুক্ত শিক্ষকের খোঁজ পাওয়া যায়নি।ঘটনায় এখনো পর্যন্ত কোন গ্রেপ্তার নেই।