Panchayat Election Result: কারচুপি করে জয়ী প্রার্থীর হার!

TV9 Bangla Digital | Edited By: সোমনাথ মিত্র

Jul 14, 2023 | 5:02 PM

গণনায় কারচুপির অভিযোগ। রায়গঞ্জের জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপির জেতা প্রার্থীকে কারচুপি করে হারিয়ে দেওয়ার অভিযোগের ঘটনায় চাঞ্চল্য।

গননায় কারচুপির অভিযোগ। রায়গঞ্জের জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপির জেতা প্রার্থীকে কারচুপি করে হারিয়ে দেওয়ার অভিযোগের ঘটনায় চাঞ্চল্য।
রায়গঞ্জ ব্লকের জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রার্থী সুশীল দাসের অভিযোগ, এদিন গননা শেষে তাকে ৬০ ভোটে বিজয়ী হিসেবে ঘোষনা করা হয়। কিন্তু সার্টিফিকেট দেওয়ার কথা বললেও পুনর্গননা করে তাকে প্রায় ৭০ ভোটে হারিয়ে দেওয়া হয় বলে অভিযোগ তুলে প্রশাসনের বিরুদ্ধে সড়ব হন তিনি।
প্রতিবাদ জানাতে গেলে তাকে হেনস্থা করে গননা কেন্দ্র থেকে বেড় করে দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনায় আদালতের দ্বারস্থ হবেন বলে জানান তিনি।
অন্যদিকে শুধু রায়গঞ্জ ব্লকেই নয়, উত্তর দিনাজপুর জেলা জুড়ে এইভাবে গননা কেন্দ্রে কারচুপি চলছে বলে অভিযোগ তুলে সড়ব হন তিনি।

Published on: Jul 12, 2023 04:55 PM