Ghatal News: ড্রেনে ষাঁড়! হিমশিম খেল দমকল
স্থানীয় মানুষজন দেখে ঘটনার খবর দেয় দমকল বিভাগে, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী, দমকল বাহিনী ষাঁড়টিকে উদ্ধার করতে এলে রীতিমতো বিপাকে পড়ে যায়, গভীর ড্রেনের মধ্যেই ছোটাছুটি করে ষাঁড়টি অবশেষে দমকল বাহিনীদের দীর্ঘ চেষ্টায় ষাঁড়টি উদ্ধার করা সম্ভব হয়
ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে। জানা যায় ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের ধারে গভীর ড্রেন, আর সেই ড্রেনে গভীর ড্রেনে পড়লো একটি ষাঁড়, বেশ কিছুক্ষণ ধরে ষাঁড়টি ড্রেন থেকে উঠার চেষ্টা করলেও চেষ্টা বিফলে যায় ষাঁড়টির। স্থানীয় মানুষজন দেখে ঘটনার খবর দেয় দমকল বিভাগে, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী, দমকল বাহিনী ষাঁড়টিকে উদ্ধার করতে এলে রীতিমতো বিপাকে পড়ে যায়, গভীর ড্রেনের মধ্যেই ছোটাছুটি করে ষাঁড়টি অবশেষে দমকল বাহিনীদের দীর্ঘ চেষ্টায় ষাঁড়টি উদ্ধার করা সম্ভব হয়। এক কথায় ষাঁড় উদ্ধার ঘিরে হুলস্থুল ঘাটাল পৌর এলাকার কুশপাতার কলেজ মোড় প্রগতি বাজার সংলগ্ন রাজ্য সড়কের ধারে। একদম পাশেই ঘাটাল কলেজে চলছে ভোট গণনা অন্যদিকে গভীর ড্রেনে ষাঁড় উদ্ধার ঘিরে চরম উন্মাদনা ঘাটালে কলেজ মোড় এলাকায়।