Duplicate I Phone: নকল আইফোন বাক্সে ভরলেন ডেলিভারি বয়, তারপর…

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

May 03, 2023 | 1:20 PM

আমাদের ব্যস্ত জীবনে,সময়ের অভাবে, দোকানে গিয়ে জিনিস কেনার প্রবণতা অনেকটাই কমে গেছে। তাই আমাদের ভরসা অনলাইন ডেলিভারির উপর। অনেকেই অনলাইনে আইফোন থেকে শুরু করে বিভিন্ন ফোন অর্ডার করেন। কিন্তু ক্রেতাকে ধোকা দিয়ে একগুচ্ছ আইফোন চুরি করেছেন ডেলিভারি বয়, এমনটাই অভিযোগ।

আমাদের ব্যস্ত জীবনে,সময়ের অভাবে, দোকানে গিয়ে জিনিস কেনার প্রবণতা অনেকটাই কমে গেছে। তাই আমাদের ভরসা অনলাইন ডেলিভারির উপর। অনেকেই অনলাইনে আইফোন থেকে শুরু করে বিভিন্ন ফোন অর্ডার করেন। কিন্তু ক্রেতাকে ধোকা দিয়ে একগুচ্ছ আইফোন চুরি করেছেন ডেলিভারি বয়, এমনটাই অভিযোগ। ক্রেতাকে আইফোন ডেলিভারি করার আগে নকল ফোন আইফোনের প্যাকেটে ভরে দেন ডেলিভারি বয়। রবি নামে এক ব্যক্তির এই বিষয়টি নজরে আসে। তিনি থানায় অভিযোগ জানান। ললিত নামে ডেলিভারি বয় একটি এয়ারপড ও দশটি আইফোন ডেলিভারি করার বদলে অন্য একটি প্যাকেট ক্রেতাকে দেন । যে প্যাকেটটি ক্রেতাকে দিয়েছিলেন, সেটি হুবহু আইফোনের মত দেখতে ছিল। তারপরে সেই পার্সেল ক্রেতাকে না দিয়ে কোম্পানিকে ফিরিয়ে দেন সেই ডেলিভারি বয়। তিনি জানান ক্রেতা পার্সেলটি কোন ভাবে নিতে পারেননি। এরপরে ক্রেতা সরাসরি সংস্থার সঙ্গে যোগাযোগ করতেই সংস্থার সন্দেহ শুরু হয় এবং পার্সেলটি খুলে দেখতে পান নকল আইফোন। ডেলিভারি বয় পলাতক। পুলিশ তদন্ত করছেন এই ঘটনার।