ATM: এটিএম-এ এসি কেন থাকে?
টাকা তুলতে অনেকেই এটিএম এর ওপর ভরসা রাখেন। কিন্তু কখনো কি লক্ষ্য করেছেন এটিএম এর কাছে এসি রাখা থাকে কেন?
টাকা তুলতে অনেকেই এটিএম এর ওপর ভরসা রাখেন। কিন্তু কখনো কি লক্ষ্য করেছেন এটিএম এর কাছে এসি রাখা থাকে কেন? যেকোনো ইলেকট্রনিক যন্ত্র ব্যবহার করলে তা গরম হয়। এটিএম মেশিন থেকে প্রচুর তাপ তৈরি হয়। বেশিরভাগ এটিএম মেশিন সারাদিন চালু থাকে। অত্যাধিক তাপে দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে। এটিএম মেশিনগুলিকে ভালো রাখতে এবং অত্যাধিক গরম হওয়া থেকে রক্ষা করতে এসি লাগানো হয়। যত দিন যাচ্ছে প্রযুক্তির উন্নতি ঘটছে। তাই এখন নতুন প্রযুক্তিতে অনেক এটিএম মেশিন উচ্চ তাপমাত্রায় সহজে কাজ করতে পারে। এটিএম এর সাহায্যে সহজেই টাকা তোলা, টাকা ট্রান্সফার ও একাউন্টের তথ্য সহজেই জানতে পারা যায়। ২০১৫ সালের তথ্য অনুসারে সারা বিশ্বে এটিএম স্থাপনের সংখ্যা প্রায় ৩.৫ মিলিয়ান।