The Tilapia Fish: তেলাপিয়া খেয়ে বাদ গেল দুই হাত পা

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Sep 24, 2023 | 3:31 PM

মার্কিনি মহিলা লরা বারাজাস তেলাপিয়া মাছের একটি পদ রান্না করেছিলেন। আর তার থেকেই মারাত্মক সংক্রমণ ছড়াল। তাঁর শরীরে ছড়িয়ে যায় ভিব্রিও ভালনিফিকাস ব্যাকটেরিয়া। ওই মারণ ব্যাকটেরিয়ার প্রভাবে লরার মৃতপ্রায় অবস্থা হয়। তাকে বাঁচাতে অস্ত্রোপচার করে বাদ দিতে হয় দুটি হাত ও দুটি পা। চিকিৎসকদের দাবি তেলাপিয়া মাছ থেকেই ছড়িয়েছিল সংক্রমণ।

স্থানীয় বাজার থেকে কেনেন তেলাপিয়া মাছ। মার্কিনি মহিলা লরা বারাজাস সেই তেলাপিয়া মাছের একটি পদ রান্না করেছিলেন। আর তার থেকেই মারাত্মক সংক্রমণ ছড়াল। তাঁর শরীরে ছড়িয়ে যায় ভিব্রিও ভালনিফিকাস ব্যাকটেরিয়া। ওই মারণ ব্যাকটেরিয়ার প্রভাবে লরার মৃতপ্রায় অবস্থা হয়। তাকে বাঁচাতে অস্ত্রোপচার করে বাদ দিতে হয় দুটি হাত ও দুটি পা। চিকিৎসকদের দাবি তেলাপিয়া মাছ থেকেই ছড়িয়েছিল সংক্রমণ।

জানা গেছে আধ কাঁচা মাছ খেয়েছিলেন ওই ৪০ বছরের মহিলা। গত ১ মাস ধরে তিনি হাসপাতালে শয্যাশায়ী। তীব্র শ্বাসকষ্ট শুরু হয়েছিল। ধীরে ধীরে কোমায় চলে যাচ্ছিলেন বারাজাস। হাতের আঙুল, পায়ের পাতা ও নিচের ঠোঁট কালো হয়ে যাচ্ছিল। তাঁর কিডনি খারাপ হতে শুরু করেছিল। আপাতত সুস্থ তিনি। এই ঘটনার পর চিকিৎসকরা বলছেন সামুদ্রিক মাছ খেলে সতর্ক থাকুন। ভালোভাবে ভেজে বা সেদ্ধ করে খান সি ফুড। নচেৎ সংক্রমণের বিপদ।