Bharat Pe: প্রতারণায় অশনীর গ্রোভারের ১০ বছরের জেল?
বিপুল অঙ্কের আর্থিক প্রতারণার অভিযোগ ভারত পে-র সহ প্রতিষ্ঠাতার বিরুদ্ধে। ইকোনমিক অফেন্স উইং দিল্লী পুলিশ অশনীর গ্রোভারের বিরুদ্ধে এই অভিযোগ এনেছে । ৮১ কোটি টাকার তছরুপে অভিযুক্ত অশনীর গ্রোভার ও তাঁর স্ত্রী মাধুরী জৈন গ্রোভার।
বিপুল অঙ্কের আর্থিক প্রতারণার অভিযোগ ভারত পে-র সহ প্রতিষ্ঠাতার বিরুদ্ধে। ইকোনমিক অফেন্স উইং দিল্লী পুলিশ অশনীর গ্রোভারের বিরুদ্ধে এই অভিযোগ এনেছে । ৮১ কোটি টাকার তছরুপে অভিযুক্ত অশনীর গ্রোভার ও তাঁর স্ত্রী মাধুরী জৈন গ্রোভার। মাধুরীর ভাই শ্বেতাঙ্ক জৈন এবং গ্রোভার পরিবারের সদস্য দীপক গুপ্তের বিরুদ্ধেও এফআইআর দায়ের হয়েছে । তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪০৬, ৪০৮, ৪০৯,৪২০, ৪৬৭,৪৬৮, ৪৭১ ও ১২০বি ধারায় অভিযোগ দায়ের । বিশ্বাসভঙ্গ, প্রতারণা, নথি জালিয়াতি সহ বিভিন্ন অভিযোগের তীর গ্রোভারদের বিরুদ্ধে । এফআইআর অনুযায়ী অভ্যন্তরীণ পর্যালোচনায় একাধিক অবৈধ কাজ ও অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। এইচআর কনসাল্টেন্টকে দেওয়া টাকার হিসবে অসঙ্গতি। গ্রোভার দম্পতির বিরুদ্ধে ভুয়ো নথি তৈরি এবং তথ্য প্রমাণ লোপাটেরও অভিযোগ। অপরাধ প্রমাণ হলে সমস্যায় পড়তে পারেন মাধুরী জৈন ও অশনীর গ্রোভার। ১০ বছর পর্যন্ত হতে পারে হাজতবাস । ইকোনমিক অফেন্স উইং গ্রেফতারও করতে পারে গ্রোভারদের।