Viral Video: আহত কনেকে কোলে তুলে ৭ পাক ঘুরলেন বর!

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Apr 27, 2023 | 4:13 PM

বিয়ে নিয়ে বেশিরভাগ হবু বর-কনেরই বেশ স্বপ্ন থাকে। এমনই পরিকল্পনা মাফিক বিয়ের অনুষ্ঠান সাজিয়েছিলেন এক যুবক-যুবতী। কিন্তু মাঝে এক দুর্ঘটনায় লন্ডভন্ড হয়ে যান তাঁদের জীবন। পরিস্থিতির কাছে হার মানেননি তাঁরা।

বিয়ে নিয়ে বেশিরভাগ হবু বর-কনেরই বেশ স্বপ্ন থাকে। এমনই পরিকল্পনা মাফিক বিয়ের অনুষ্ঠান সাজিয়েছিলেন এক যুবক-যুবতী। কিন্তু মাঝে এক দুর্ঘটনায় লন্ডভন্ড হয়ে যান তাঁদের জীবন। পরিস্থিতির কাছে হার মানেননি তাঁরা। সমস্ত অনেক বাধা পেরিয়ে পূর্বপরিকল্পিত ভাবে বিয়ে সারেন সেই দম্পতি। ইনস্টাগ্রামে নিজের বিয়ের ভিডিয়ো আপলোড করেছেন তাঁরা। ভিডিয়োতে দেখা গিয়েছে, কনেকে কোলে তুলে সাতপাক ঘুরছেন বর। তার কারণ কনে নিজেই জানিয়েছেন সকলকে। বিয়ের ৪৫ দিন আগে পথ দুর্ঘটনার মুখে পড়েন তিনি। গুরুতর আহত হয়ে চলার ক্ষমতা হারিয়ে ফেলেন। দুর্ঘটনার কারণে বিয়ে পিছিয়ে দিতে বাধ্য হয় ২ পরিবার। অস্ত্রোপচারের পরেও ঠিকভাবে চলতে পারেননি তরুণী। এই ভাবে ২মাস কেটে যায়। শেষ পর্যন্ত তাঁরা ঠিক করেন,দ্বিতীয় বার নির্ধারিত দিনেই বিয়ে করবেন। কিন্তু বিয়ের দিনেও নিজের পায়ে ঠিকভাবে দাঁড়াতে পারেননি কনে। এমন পরিস্থিতিতে তাঁর পাশে এসে দাঁড়ান কনের নতুন জীবনের সঙ্গী। কনেকে কোলে তুলেই সাত পাক ঘোরেন বর। এভাবেই তাঁরা বিয়ের সমস্ত রীতি পালন করেন। দুর্ঘটনা থেকে বিয়ের দিন পর্যন্ত সমস্ত ঘটনাই ভিডিয়োর মাধ্যমে তুলে ধরেছেন কনে। নিজের প্রিয় মানুষটির প্রতি তিনি লিখেছেন,’আমি জানি রূপকথার গল্প সত্যি হয়,কারণ তুমি রয়েছ আমার পাশে’। স্ত্রীর পোস্টে স্বয়ং বর জানিয়েছেন,’সারা জীবন এ ভাবেই ভার তুলব। এত শারীরিক কসরত কি এমনি এমনি করি!’। ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে। বর-কনের ভালোবাসা মন ছুঁয়ে গিয়েছে সকলের। অনেকের মতে,’এ যেন পুরো বাস্তবের মন সিনেমা’।