Viral Video: বিয়ের মণ্ডপে ঘুমিয়ে পড়লেন কনে, ভাইরাল ভিডিয়ো
ভারতীয় বিয়ে মানেই একাধিক নিয়মকানুনের পাহাড়। একের পর এক নিয়ম মানার মাঝেই বিয়ের মণ্ডপে ঘুমে ঢলে পড়েন এক কনে। রাতভর বিয়ের রীতিনীতি পালন করতে গিয়ে ক্লান্ত শরীরে যেন তিনি একটু আরাম খুঁজছিলেন।
ভারতীয় বিয়ে মানেই একাধিক নিয়মকানুনের পাহাড়। একের পর এক নিয়ম মানার মাঝেই বিয়ের মণ্ডপে ঘুমে ঢলে পড়েন এক কনে। রাতভর বিয়ের রীতিনীতি পালন করতে গিয়ে ক্লান্ত শরীরে যেন তিনি একটু আরাম খুঁজছিলেন। এক রাশ ক্লান্তি নিয়ে বিয়ের আসনে বসেই ঝিমোতে দেখা যায় তাঁকে। বিয়েতে উপস্থিত কোনও এক অতিথি সেই মুহুর্ত ক্যামেরাবন্দি করেন।’ওয়েডিং ওয়ার্ল্ড’ নামে একটি ইনস্টাগ্রাম পেজ থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। সেখানে এক কনে বিয়ের মণ্ডপে বসে ঘুমিয়ে পড়েন। ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে,’ঘুম আমার কাছে এতই প্রিয় যে বিয়ের দিনেও আমি এনারই মতো ঘুমিয়ে পড়তে পারি’। সোশ্যাল মিডিয়ায় ভিডিয়োটি মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। আসলে বিয়ে মানেই সেজেগুজে অতিথিদের সামনে কনের হাসি মুখই সকলের মনে পড়ে। কিন্তু সেই চেনা ছন্দের বাইরে কনের এমন ঝিমানোর ছবি সকলেরই নজর কেড়ছে। বিয়ের রীতিনীতি পালনে যে দীর্ঘ সময় লাগে, তাতে ক্লান্তি আসাটা স্বাভাবিক দাবি নেটিজেনদের একাংশ। নেটিজেনরা বিভিন্ন প্রতিক্রিয়া দিয়েছেন। কেউ কেউ নিজের বিয়ের সঙ্গে মিল খুঁজে পেয়েছেন। অনেকে বেশ মজা করেছেন। কয়েকজন নেটিজেন মজা করে লিখেছেন,’পরের রাত জেগে থাকার প্রস্তুতিতেই এখন থেকে ঘুম সেরে নিচ্ছেন কনে’।