Lunar Eclipse 2023: আকাশ থেকে গায়েব হবে চাঁদ!
সূর্যগ্রহণ হোক বা চন্দ্রগ্রহণ, যে কোনও মহাজাগতিক বিষয়ে অধিকাংশ মানুষেরই আগ্রহ বেশি। ২০২৩ সালে মোট ৪টি গ্রহন ঘটতে চলেছে। এর মধ্যে দু’টি সূর্যগ্রহণ এবং দু’টি চন্দ্রগ্রহণ।
সূর্যগ্রহণ হোক বা চন্দ্রগ্রহণ। যে কোনও মহাজাগতিক বিষয়ে অধিকাংশ মানুষেরই আগ্রহ বেশি। ২০২৩ সালে মোট ৪টি গ্রহন ঘটতে চলেছে। এর মধ্যে দু’টি সূর্যগ্রহণ এবং দু’টি চন্দ্রগ্রহণ। প্রথম সূর্যগ্রহণ ইতিমধ্য়েই হয়ে গিয়েছে। সূর্যগ্রহণটি হয়েছিল চলতি বছরের ২০ এপ্রিল, যা ভারতে দৃশ্যমান ছিল না। ২০২৩ সালের প্রথম চন্দ্রগ্রহণটি একটি পেনামব্রাল গ্রহন হবে। বৈশাখ পূর্ণিমা অর্থাৎ বুদ্ধ পূর্ণিমার দিনে এই চন্দ্রগ্রহণ ঘটবে। যখন পৃথিবীর ছায়া শুধুমাত্র এক দিক থেকে চাঁদের উপর পড়ে,তখন একে পেনমব্রাল চন্দ্রগ্রহণ বলে। এ কারণে এই গ্রহন সর্বত্র দেখা যাবে না। ইউরোপ,মধ্য এশিয়া, অস্ট্রেলিয়া, আফ্রিকা, অ্যান্টার্কটিকা, প্রশান্ত মহাসাগরীয় আটলান্টিক ও ভারত মহাসাগরে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে। ২০২৩ সালের প্রথম চন্দ্রগ্রহণ ৫ মে শুক্রবার ঘটতে চলেছে। এই চন্দ্রগ্রহণ শুরু হবে রাত ৮.৪৫ মিনিটে এবং শেষ হবে রাত ১টায়। মোট ৪ ঘন্টা ১৮ মিনিট ধরে চলবে এই গ্রহণ। বিজ্ঞানীরা জানাচ্ছেন,বছরের প্রথম চন্দ্রগ্রহণ ভারতে দেখা যাবে না। এমন অনেকেই আছেন যারা এর কারণ জানেন না। পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে এবং চাঁদ পৃথিবীর চারদিকে ঘোরে। এই প্রক্রিয়ায় যখন চাঁদ, পৃথিবী এবং সূর্য একই লাইনে আসে। এই সময় সূর্যের আলো পৃথিবীতে পড়ে,কিন্তু চাঁদে পৌঁছায় না। এই ঘটনাটিকে চন্দ্রগ্রহণ বলা হয়। যদিও চন্দ্রগ্রহণ একটি ভৌগলিক ঘটনা।