Jeju Loveland: এই পার্কে যৌনতাই থিম!
শরীরী প্রেমের সোচ্চার ঘোষণা! যৌনতার উন্মত্ত উদ্দাম উদযাপন! অনাবিল, খোলামেলা, সোজা সাপটা শরীরী ভালবাসা! চুম্বন থেকে শুরু করে যৌন অঙ্গভঙ্গি, হস্তমৈথুন এমনকি যৌন মিলন পর্যন্ত বিভিন্ন ভাস্কর্য এই পার্কে!
শরীরী প্রেমের সোচ্চার ঘোষণা! যৌনতার উন্মত্ত উদ্দাম উদযাপন! অনাবিল, খোলামেলা, সোজা সাপটা শরীরী ভালবাসা! চুম্বন থেকে শুরু করে যৌন অঙ্গভঙ্গি, হস্তমৈথুন এমনকি যৌন মিলন পর্যন্ত বিভিন্ন ভাস্কর্য এই পার্কে! মৈথুনের বিভিন্ন ভঙ্গিমা! অশালীন নয় অশ্লীল নয়, দৈহিক নগ্নতাকেই শিল্পের মাধ্যম করে গড়ে উঠেছে এই পার্ক। দক্ষিণ কোরিয়ার সেক্স থিম পার্ক চেজু লাভল্যান্ড। ২০০৪ এ চেজু দ্বীপে খোলা হয় এই থিম পার্ক । সারা পার্ক জুড়ে আছে ১৪০টি যৌনতা সম্পর্কিত ভাস্কর্য । দক্ষিণ কোরিয়ায় এই দ্বীপে যৌন শিক্ষা বেশ জনপ্রিয় । এই পার্ক নবদম্পতিদের মধুচন্দ্রিমার দুরন্ত ডেসটিনেশন । প্রেমিক প্রেমিকাদেরও ভিদ্য লেগে থাকে এই পার্কে। সিওলের হংগিক বিশ্ববিদ্যালয়ের ২০ জন স্নাতক স্তরের ছাত্র তৈরি করেন এই ভাস্কর্য। যৌনতা কেন্দ্রিক সোশাল ট্যাবুর বিরুদ্ধে যেন আস্ত বিপ্লব চেজু লাভল্যান্ড ।