Hooghly News: সবুজ সাথীর সাইকেল বেচে দিয়েছে স্কুল!

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Jun 27, 2023 | 9:03 PM

পুরোনো ভাঙাচোরা জিনিসের সঙ্গে সবুজ সাথীর সাইকেল বেচে দেওয়ার অভিযোগ স্কুলের বিরুদ্ধে।অভিযোগ অস্বীকার স্কুলের প্রধান শিক্ষকের।

পুরোনো ভাঙাচোরা জিনিসের সঙ্গে সবুজ সাথীর সাইকেল বেচে দেওয়ার অভিযোগ স্কুলের বিরুদ্ধে।অভিযোগ অস্বীকার স্কুলের প্রধান শিক্ষকের। সবুজ সাথীর সাইকেল বিক্রি করে দেওয়ার অভিযোগ বৈদ্যবাটির বনমালী ইনস্টিটিউশন স্কুলের বিরুদ্ধে। গাড়ি আটকে বিক্ষোভ স্থানীয়েদর, চর থাপ্পড় মারা হয় সাইকেল ক্রেতাকে। অভিযোগ সাড়ে সাত হাজার টাকার বিনিময় সবুজ সাথীর তিনটি সাইকেল বিক্রি করা হয়, সাথে পুরনো বই খাতা বিক্রি করা হয়। সাইকেল গাড়িতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করতেই গাড়ি আটকে ক্রেতাকে চর থাপ্পড় মারা শুরু করে। কেন সবুজ সাথীর সাইকেল বিক্রি করা হচ্ছে,এই নিয়ে প্রধান শিক্ষকের কাছে জানতে চান স্থানীয় বাসিন্দারা।প্রধান শিক্ষক প্রথমে কিছু বলতে না চাওয়ায় গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা।
চন্দননগরের বাসিন্দা কাবারিওয়ালা সুজিত পাশোয়ান বলেন,ভাঙাচোরা জিনিসের সঙ্গে সারে সাত হাজার টাকায় সাইকেল কেনেন তিনি একটি সাইকেল তার মেয়ের জন্য চেয়ে নেন।
প্রধান শিক্ষক অমরনাথ ঘোষাল জানান,স্কুলের কিছু পুরোনো লোহা ভাঙা, পাইপ,কাঁচ,পুরোনো বই পত্তর বিক্রি করা হয়।যাকে বিক্রি করা হয়েছে সে না বুঝেই গোডাউন থেকে সবুজ সাথীর সাইকেল গাড়িতে তুলে নেয়।এলাকাবাসী দেখে গাড়ি আটকায়।টাকা নিয়ে সাইকেল বিক্রি করার অভিযোগ সত্যি নয়।
শেওড়াফুলি বৈদ্যবাটী শহর তৃনমুলের সভাপতি শ্যামলেন্দু মুখার্জী বলেন প্রধান শিক্ষক নতুন তিনটি সবুজ সাথী সাইকেল বিক্রি করে দেয়।স্থানীয়রা জানতে চাইলে প্রতিবাদ করলে তিনি জবাব দিতে চাননি।প্রধান শিক্ষকের সরকারি সাইকেল বিক্রি করার অধিকার নেই।আমরা চাই প্রধান শিক্ষকের শাস্তি হোক।
রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করে স্থানীয়রা। ঘটনাস্থলে পুলিশ এলে পুলিশ কে ঘিরে বিক্ষোভ দেখায় তারা।তাদের দাবী প্রধান শিক্ষক কে গ্রেফতার করতে হবে।।