Theft in Temple: প্রাচীন মন্দির থেকে ৬ লাখ টাকার চুরি!

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Jul 20, 2023 | 6:31 PM

দেখা যায় মন্দিরের তালা ভাঙ্গা, ঠাকুরের বিগ্রহ থেকে শুরু করে সোনার গহনা, তিনটি সোনার বাঁশি,সোনার চেন ৬টি ছোট বড় সোনার তুলসী পাতা, ৪টি সোনার নোত, পুটলিতে বাঁধা কিছু সোনা ও রুপার গহনা উধাও।

বহু প্রাচীন এলাকাবাসী কাছে জাগ্রত মহাপ্রভুর মন্দির, আর সেই মহাপ্রভুর মন্দিরের চুরির ঘটনায় চাঞ্চল্য, মন্দিরের অষ্টধাতুর ঠাকুর থেকে প্রণামী বাক্স, ঠাকুরের সোনা ও রুপোর গহনা, সমস্ত কিছুই তালা ভেঙে নিয়ে পালিয়েছে চোরের দল। যার আনুমানিক মূল্য প্রায় ৬ লক্ষ টাকার ও বেশি। চুরির ঘটনার খবর ছড়িয়ে পড়তেই, মন্দির চত্বরে উপচে পড়া ভীড় ভক্তদের। ঘটনাস্থলে পুলিশ, সিসিটিভি ক্যামেরায় ধরা পড়লো চুরির ছবি, দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে এলাকার মানুষজন।

এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার, দাসপুর থানার খুকুড়দহ জানাপাড়ার এলাকার মহাপ্রভুর মন্দিরের। জানা যায় আজ সকালে, মন্দিরে প্রণাম করতে এসে বিষয়টি নজরে আসে। দেখা যায় মন্দিরের তালা ভাঙ্গা, ঠাকুরের বিগ্রহ থেকে শুরু করে
সোনার গহনা, তিনটি সোনার বাঁশি,সোনার চেন ৬টি ছোট বড় সোনার তুলসী পাতা, ৪টি সোনার নোত, পুটলিতে বাঁধা কিছু সোনা ও রুপার গহনা উধাও। সব মিলিয়ে যার আনুমানিক মূল্য ৬ লাখ টাকার ও বেশি বলে দাবি মন্দির কমিটির। যদিও সকলেরই দাবি, দ্রুত পুলিশ অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেফতার করুক। দাসপুর পুলিশ সূত্রে খবর সিসিটিভির ফুটেজ দেখে তদন্ত শুরু হয়েছে।