Tips To Remove Fish Bad Smell: মাছের গন্ধ দূর করুন এভাবে
আলু কেটে নুন দিয়ে অল্প নুন মাখিয়ে যেখানে মাছ রাখেন সেখানে রাখুন। মাছের গন্ধ দূর হবে। দুধ দিয়ে মাছ ধুয়ে নিলেও দুর্গন্ধ দূর হয়। লেবুর রস সাবানে মিশিয়ে মাছ রাখার পাত্র ধুয়ে নিন। মাছ রাখার পাত্র লেবুর খোসা দিয়ে রগড়ে নিলেও দুর্গন্ধ দূর হয়।
মাছের গন্ধ দূর করুন এভাবে। ফ্রিজে মাছের আঁশটে গন্ধ বিব্রত করে তোলে। কাঁচা মাছ রেফ্রিজেরেটরে রাখলে দুর্গন্ধ হয়। এই গন্ধ দূর করবেন কীভাবে? কয়েকটি সহজ পন্থা আছে । একটি পাত্রে জল নিন তাতে কয়েক ফোঁটা ভিনিগার মেশান। তাতে মাছ ধুয়ে রাখুন। আঁশটে গন্ধ কিছুটা কমবে। ফ্রিজ পরিষ্কার করুন গরম জলে ভিনিগার মিশিয়ে। আলু কেটে নুন দিয়ে অল্প নুন মাখিয়ে যেখানে মাছ রাখেন সেখানে রাখুন। মাছের গন্ধ দূর হবে। দুধ দিয়ে মাছ ধুয়ে নিলেও দুর্গন্ধ দূর হয়। লেবুর রস সাবানে মিশিয়ে মাছ রাখার পাত্র ধুয়ে নিন। মাছ রাখার পাত্র লেবুর খোসা দিয়ে রগড়ে নিলেও দুর্গন্ধ দূর হয়। ১ চামচ বেকিং সোডা দিয়ে মাছ রাখার পাত্র মাজলে দুর্গন্ধ দূর হয়। ফ্রিজের ভিতর বেকিং সোডা জলের মিশ্রণ দিয়ে মুছে নিলে সুফল পাবেন। মাছ রাখার পাত্র কফি গুঁড়ো দিয়ে মেজে তরল সাবান দিয়ে ধুয়ে নিলে গন্ধ দূর হয়।