Summer Hacks: গরমকে গায়ে ঘেঁষতেই দেবে না এই পাউডার
ট্যালকম পাউডার সুগন্ধীযুক্ত হয়। স্নানের পর ট্যালকম পাউডার মেখে বেরোলে ঘামও কম হয়। গরমের দিনে এমনিই ঘাম বেশি হয়। বেশি ঘামলে ঘেমো গন্ধ ছাড়াও জামাতে ছোপ পড়ে যায়। পাউডার মাখলে সেই ঘাম এড়িয়ে যাওয়া যায়
গরমের দিনে রোদ থেকে বাড়ি ফেরার পর যত তাড়াতাড়ি সম্ভব মুখ ধুয়ে নিতে হবে। রোদের দিনে বাড়ি ফিরে আগে ভাল করে স্নান সেরে নিতে হবে। স্নানের পর সবচেয়ে বেশি প্রয়োজন পড়ে তা হল ট্যালকম পাউডার। ট্যালকম পাউডার সুগন্ধীযুক্ত হয়। স্নানের পর ট্যালকম পাউডার মেখে বেরোলে ঘামও কম হয়। গরমের দিনে এমনিই ঘাম বেশি হয়। বেশি ঘামলে ঘেমো গন্ধ ছাড়াও জামাতে ছোপ পড়ে যায়। পাউডার মাখলে সেই ঘাম এড়িয়ে যাওয়া যায়। স্নান সেরে বিছানার চাদরের মধ্যে ট্যালকম পাউডার ছড়িয়ে দিন। এতে ঘুম ভাল হবে আর ফ্রেশনেসও বজায় থাকে। এই সময় যেহেতু ঘাম বেশি হয় বলে রোজ বিছানার চাদর বদলে ফেলতে পারলে খুবই ভাল। এই ট্যালকম পাউডার অতিরিক্ত মাত্রায় ব্যবহার করা যাবে না। কারণ অতিরিক্ত মাত্রায় এই পাউডার ব্যবহার করলে রোমকূপ বন্ধ হয়ে যায়। দিনের পর দিন এরকম চলতে থাকলে সেখান থেকে ক্যানসারের সম্ভাবনা রয়ে যায়। ট্যালকম পাউডার কিন্তু মুখে লাগানো যাবে না। মুখে এই পাউডার লাগালেই ত্বক শুষ্ক হয়ে যাবে। মুখের জন্য সব সময় ফেস পাউডার ব্যবহার করুন। ট্যালকম পাউডার চোখে গেলেও জ্বালা করে। অনেকের এই পাউডারের গন্ধে অ্যালার্জি হয়। এই পাউডার ব্যবহারের আগে সতর্ক থাকুন।