Panchayat Election 2023: গা জোয়ারি তৃণমূল বিধায়কের!
TMC: TMC supporters entered in the vote counting centre in midnight
গভীর রাতে গননা কেন্দ্রে ঢুকতে গা জোয়ারি তৃনমুল বিধায়ক ও তার অনুগামীদের। ভীর হঠাতে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের লাঠি চার্য। রক্তাক্ত ও গুরুতর যখম চোপড়ার তৃনমুল বিধায়ক হামিদুল রহমান। সুত্রের দাবী, মঙ্গলবার রাতে ইসলামপুর হাইস্কুলে গননা কেন্দ্রে জেলা পরিষদের গননা শুরু হওয়ার সময় জোড় করে দলবল নিয়ে বিধায়কের নেতৃত্বে তার অনুগামীরা ঢুকতে যায়। তখনই বিশৃঙ্খলা তৈরি হয়। তখন ভীর হঠাতে গেলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্য করে আর তাতেই বিধায়ক হামিদুল রহমান সহ বেশ কয়েকজন। আহত বিধায়ক সহ অন্যান্নদের তড়িঘড়ি প্রথমে ইসলামপুর মহকুমা হাসপাতালে ও পরে শিলিগুড়িতে একটি নার্সিংহোমে চিকিৎসাধীন তারা। পুলিশ তাদের লাঠি পেটা করেছে বলে অভিযোগ তোলেন হামিদুল রহমান।