TMC 21 July Shahid Dibas: ডানকুনিতেও পিকনিক!

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Jul 21, 2023 | 4:26 PM

TMC 21 July Shahid Dibas: ২১ এর সমাবেশে পৌঁছাতে না পেরে ডানকুনিতেই পিকনিক করতে দেখা গেল তৃণমূল কর্মীদের পাশপাশি মোবাইলে ভার্চুয়ালি বক্তব্য শুনছেন কর্মীরা। রান্না হচ্ছে চিকেন কসা, ডাল, ভাত ইত্যাদি।

২১ এর সমাবেশে পৌঁছাতে না পেরে ডানকুনিতেই পিকনিক করতে দেখা গেল তৃণমূল কর্মীদের পাশপাশি মোবাইলে ভার্চুয়ালি বক্তব্য শুনছেন কর্মীরা। রান্না হচ্ছে চিকেন কসা, ডাল, ভাত ইত্যাদি। বর্ধমানের মঙ্গলকোট থেকে প্রায় ৭০ জন তৃণমূল কর্মী সমর্থক যোগ দিতে যাচ্ছিলেন ধর্মতলার সমাবেশে।ভিড়ে যেতে পারেননি বলে দাবি তৃণমূল কর্মীদের। অগত্যা খাওয়া দাওয়া সারতে রান্না বান্না শুরু করে দিয়েছেন তৃণমূল কর্মী সমর্থকরা।

Published on: Jul 21, 2023 04:24 PM