TMC: বাম বিজেপি আগুন দিয়েছে, অভিযোগে তৃণমূল
TMC: এফ আই আর হল এলাকার বাম প্রার্থীর ভাই এবং বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। কিন্তু এলাকার বাম বিজেপির সাফ কথা এটা সাজানো। অভিযোগকারিণীর সঙ্গে কথা বললেই বোঝা যাবে।
প্রথমে জোর করে হুমকি দিয়ে মনোনয়ন তোলানোর চেষ্টা। যাঁরা ভয় জয় করে থেকে গেলেন, তাঁদের এবার কেস দিয়ে গ্যারেজ করে দেওয়ার ফন্দি। এসবই চলছে তৃণমূল বিধায়কের নির্দেশে । তাঁর এলাকায়। একযোগে অভিযোগ বাম ও বিজেপির। সম্প্রতি এক সাধারণ তৃণমূল কর্মীর বাড়িতে আগুন লাগানোর অভিযোগে থানা পুলিশ হল। এফ আই আর হল এলাকার বাম প্রার্থীর ভাই এবং বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। কিন্তু এলাকার বাম বিজেপির সাফ কথা এটা সাজানো। অভিযোগকারিণীর সঙ্গে কথা বললেই বোঝা যাবে।
মৌমিতা প্রামাণিক ,অভিযোগকারী তৃণমূল কর্মী বলেন সিসিটিভি নেই পিছন থেকে দেখে চিনতে পারেন কে বা কারা। নাম জানেন না অথচ এফ আই আরে নাম রয়েছে তাঁদের । কীভাবে সম্ভব। মিথ্যে মামলায় ফাঁসিয়ে ভোট বানচাল করার চেষ্টা । বলছেন এলাকার মানুষ এবং বাম ও বিজেপি কর্মী প্রার্থীরা।