Tomato Price Hike: কবে কমছে টম্যাটোর দাম?
হুহু করে বাড়ছে টম্যাটোর দাম। ১০০ থেকে ১৫০ ছাড়িয়ে এবার ২০০র পথে হাঁটা লাগিয়েছে টম্যাটো। ভাবুন তো যদি আমাদের এখানে হত লা টম্যাটিনা ফেস্টিভ্যাল। কী পরিস্থিতি হত?
হুহু করে বাড়ছে টম্যাটোর দাম। ১০০ থেকে ১৫০ ছাড়িয়ে এবার ২০০র পথে হাঁটা লাগিয়েছে টম্যাটো। ভাবুন তো যদি আমাদের এখানে হত লা টম্যাটিনা ফেস্টিভ্যাল। কী পরিস্থিতি হত? পাতের শেষে চাটনি দূরঅস্ত তরকারিতে যে এক টুকরো টম্যাটো দেবেন। তার কোনও উপায় নেই। এমন মহার্ঘ্য কেন হল লাল টুকটুক টম্যাটো? বাজার বিশেষজ্ঞরা বলছেন বর্ষার দেরিতে আসা। উষ্ণতা বৃদ্ধিতে চাষের ওপরে তার প্রভাব। আর দেশ জোড়া তাপপ্রবাহ। এর ফলেই ফলন কমেছে টম্যাটোর। কবে কাটবে এই আকাল? কৃষি বিশেষজ্ঞদের মতে খরিফ ফসল ওঠার আগে বাজারে চড়া থাকবে টম্যাটোর দাম। কখন বাজারে আসে খরিফ ফসল? বর্ষার জলে পুষ্ট খরিফ শস্য ওঠার সময়। সাধারণত বছরের অগস্ট মাসে খরিফ চাষের ফসল তোলা হয়। অতএব অগস্টের আগে টম্যাটোর দাম কমার কোনও সম্ভাবনা নেই।