Plant’s Ultrasonic Sounds: গাছও কাঁদে হাউ-হাউ করে!

Plant’s Ultrasonic Sounds: গাছও কাঁদে হাউ-হাউ করে!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Apr 06, 2023 | 1:13 PM

কখনও কি গাছ কাটার আগে ভেবেছেন, গাছেরও যে প্রাণ আছে। প্রাণ যদি থাকে, তাহলে এই আঘাত, অত্যাচারে কোনও সাড়াশব্দ করে না কেন?

কখনও কি গাছ কাটার আগে,পাতা ছিঁড়ে নেওয়ার আগে ভেবেছেন,গাছেরও যে প্রাণ আছে। প্রাণ যদি থাকে,তাহলে এই আঘাত,অত্যাচারে কোনও সাড়াশব্দ করে না কেন? কিন্তু বিজ্ঞানীরা জানাচ্ছেন,গাছপালা নীরব নয়। গবেষণায় বলা হয়েছে, সমস্ত গাছপালা বিভিন্ন ধরনের শব্দ করে। সেই শব্দ দিয়ে তারা বোঝাতে চায় যে,তারা কী অবস্থায় রয়েছে। গবেষণার জন্য বিজ্ঞানীরা গ্রিনহাউসে অনেক টমেটো এবং তামাক গাছ লাগিয়ে ছিলেন। কোনও গাছের বেশি যত্ন করা হয়েছিল আর কোনও গাছের কম। আবার কোনও গাছকে একটুও জল দেওয়া হয়নি ও কিছু গাছের পাতাও ছিঁড়ে নেওয়া হয়েছিল। এই সব কিছুর পরে একটি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে বিজ্ঞানীরা শব্দ শোনার চেষ্ঠা করেছিলেন। তারা প্রথমবার শব্দ শুনতেই অবাক হয়েছিলেন। মাটির পরীক্ষা করার পরে নিশ্চিত হয়েছিলেন যে, মাটিতে এমন কোনও পোকা নেই যারা শব্দ করছে। এই সময় বিজ্ঞানীরা দেখেছেন যে,বিভিন্ন পরিস্থিতিতে গাছপালা বিভিন্ন শব্দ করে। গাছের যত্ন ও অযত্ন করা হলে গাছ বিভিন্ন শব্দ করে। একটি সাধারণ উদ্ভিদ ঘন্টায় একবার একবার করে শব্দ করে। আঘাত করার পর উদ্ভিদ ১৩ থেকে ৪০ বার চিৎকার করে। এমনকি অযত্ন পাওয়ার ২দিনের মধ্যেই তারা সাহায্যের জন্য ডাকতে শুরু করে। কারা শুনতে পায় এই চিৎকার? গাছের এই চিৎকার কাঠবিড়ালি,বাদুড় বা ইঁদুরের মতো প্রাণীরা শুনতে পায়। বিজ্ঞানীরা জানাচ্ছেন,উদ্ভিদে বেড়ে ওঠাও অনেক প্রজাতি তাদের সাহায্য করার চেষ্টা করে। তবে কীভাবে সাহায্য় করে তা এখনও বিজ্ঞানীদের কাছেও স্পষ্ট নয়। আপনি কেন শুনতে পান না গাছের কান্না? মানুষ সর্বোচ্চ ২০ KHz শব্দ শুনতে পায়। এই ফ্রিকোয়েন্সি শৈশবকালে থাকে এবং বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হ্রাস পায়। উদ্ভিদ ৪০ থেকে ৮০ KHz শব্দ নির্গত করে যা মানুষের কাছে খুব উচ্চ ফ্রিকোয়েন্সি। তাই মানুষ গাছের চিৎকার শুনতে পায় না।