Tunganath: হেলে পড়ছে তুঙ্গনাথ
১২,৮০০ ফুট ওপরে বিশ্বের উচ্চতম শিব মন্দির তুঙ্গনাথ। ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ সম্প্রতি জানিয়েছে এই মন্দিরের অবস্থা উদ্বেগজনক। ধীরে ধীরে হেলে পড়ছে এই মন্দির।
১২,৮০০ ফুট ওপরে বিশ্বের উচ্চতম শিব মন্দির তুঙ্গনাথ। তুঙ্গনাথ পঞ্চকেদারের মধ্যে তৃতীয় কেদার। অলকানন্দা ও মন্দাকিনীর উপত্যকায় এই শিব মন্দির। গ্রানাইট পাথরে তৈরি বরফের রাজ্যে এই মন্দির। উত্তরাখণ্ডের চোপতা থেকে এই মন্দির ৪ কিমির ট্রেক পথ। ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ সম্প্রতি জানিয়েছে এই মন্দিরের অবস্থা উদ্বেগজনক। ধীরে ধীরে হেলে পড়ছে এই মন্দির। তুঙ্গনাথ মন্দির প্রায় ৫ থেকে ৬ ডিগ্রি হেলে গেছে বলছে এএসআই। তুঙ্গনাথের আশেপাশে অন্যান্য মন্দির হেলে পড়েছে প্রায় ১০ ডিগ্রি। পুরাণে বর্ণিত এই মন্দিরের স্থাপন করেন অর্জুন। এখানে দেবাদিদেবের হৃদয় ও বাহু উপাসিত হয়। পুরাণ মতে এখানে তপস্যা করেন লঙ্কাধীশ রাবণ। রাবণ বধের পরে রামচন্দ্র পুজো দেন এখানে। মন্দিরের দেওয়ালে অসাধারণ ভাস্কর্য। চুড়ায় আছে তামার পাত। শীতের মরসুমে এই মন্দির বরফে আবৃত থাকে। অপূর্ব নৈসর্গিক সৌন্দর্য তুঙ্গনাথের, বুগিয়াল আর ব্রহ্মকমল। তীব্র ঠাণ্ডার জন্য এই মন্দির ৩ মাস বন্ধ থাকে।