Murshidabad: গিয়েছিল বিয়ে বাড়িতে….
বিয়ে বাড়ি এসে গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে গেল দুই কিশোরী । ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার দফরপুর ফেরীঘাট সংলগ্ন এলাকায়। ওই দুই কিশোরীর নাম মাহাফুজা খাতুন ও সানিয়া খাতুন।
বিয়ে বাড়ি এসে গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে গেল দুই কিশোরী । ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার দফরপুর ফেরীঘাট সংলগ্ন এলাকায়। ওই দুই কিশোরীর নাম মাহাফুজা খাতুন ও সানিয়া খাতুন। জানা গেছে ওই দুই কিশোরীর বাড়ি লালগোলা থানার অন্তর্গত কালিকাপুর এলাকায়। আজ সকালে রঘুনাথগঞ্জ থানার দফরপুর এলাকায় বিয়ে বাড়ি এসেছিল। সাড়ে নয় টা নাগাদ দফরপুর ফেরীঘাট এলাকায় স্নান করতে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে জলে নামে ওই দুই জন একসাথে বলে প্রত্যাক্ষদর্শী রা জানান। সেখানে তলিয়ে যায় দুই জনে। ঘটনার খবর পেয়ে পুলিশ এসে পৌঁছায় ও ডুবুরি নামিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ।